× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবহন মালিকের সাথে অশোভন আচরণ ও কাউন্টার ভাঙচুর

আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৯:৩৪ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ২১:২৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

পটুয়াখালীতে ইকবাল মাহমুদ লিটন নামে এক পরিবহন মালিকের সাথে অশোভন আচরণ ও টিকেট কাউন্টার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে। বুধবার (৭ জুন) বিকালে অশোভন আচরণ ও পটুয়াখারী বাস টার্মিনালে টিকেট কাউন্টার ভাঙচুর করা হয়। পরে এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন ইকবাল মাহমুদ লিটন। তিনি ঢাকা-বাউফল-দশমিনা-গলাচিপা রুটে চলাচলকারী চেয়ারম্যান পরিবহনের মালিক। 

পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকেই পটুয়াখালীর দুমকি, বাউফল, গলাচিপা এবং দশমিনা উপজেলায় ঢাকা থেকে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় বরিশাল ও পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতি। ফলে এসব এলাকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়তে হয়। এই সমস্যা সমাধানে বুধবার বিকাল তিনটায় জেলা প্রশাসকের দরবার হলে বাস মিনিবাস মালিক সমিতির সকল মালিক, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পরিবহন মালিকদের নিয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম। আলোচনায় আসন্ন ঈদুল আজহায় সাধারণ জনগণের ভোগান্তি দূর করতে চার উপজেলায়ই বাস চলাচলের সিদ্ধান্ত হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলোচনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চেয়ারম্যান পরিবহনের মালিক ইকবাল মাহমুদ লিটন ও গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন শাহকে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্য আলী হোসেন নামের এক ব্যক্তি গালাগাল করতে থাকেন। তার সাথে সমিতির অন্যান্য সদস্যরা এসে যোগ দেন। এ সময় তাদেরকে দেখে নেওয়ারও হুমকি দেন।

ইকবাল মাহমুদ লিটন বলেন, ‘বাস মিনিবাস মালিক সমিতির কতিপয় নেতার ইঙ্গিতে আলি হোসেন নামে এক মালিক আমার ও শাহীন শাহ্’র সাথে অশোভন আচরণ করেন। পরে সেখানে থেকে বাস টার্মিনাল গিয়ে আমার (চেয়ারম্যান পরিবহন) আটটি গাড়ির টিকিট, কাগজপত্র, নগদ টাকা ছিনিয়ে নেয় এবং কাউন্টার ভাংচুর করে। গাড়ি চলাচলও বন্ধ করে দেয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলী হোসেন বলেন, ‘আমি তার (ইকবাল মাহমুদ লিটন) সাথে কোন অশোভন আচরণ করিনি। স্বাভাবিকভাবে কথা বলেছি।’ এ বিষয়ে জানতে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধাকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বাস চলাচল এবং উদ্ভুত পরিস্থিতি নিয়ে সুষ্ঠু সমাধানের পথ তৈরি হবে বলে আশা করছি।,

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা