× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৭:১৭ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১৮:১৮ পিএম

ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করা হয়েছে। প্রবা ফটো

ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করা হয়েছে। প্রবা ফটো

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী নতুন আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস এবং পাঁচবিবি স্টেশনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী রূপসা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে পৃথক মানববন্ধন করা হয়েছে। 

বুধবার (৭ জুন) সকালে দুই স্টেশনের প্ল্যাটফর্মে ঘন্টব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা দুটির সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে পাঁচবিবি স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেওয়া হয়।

আক্কেলপুর স্টেশনের মানববন্ধনে জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী তিনটি ট্রেন নীলসাগর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেসের যাত্রা বিরতি রয়েছে। ঢাকাগামী কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি নেই। নওগাঁর বদলগাছি-পত্নীতলা, বগুড়ার দুঁপচাচিয়া, জয়পুরহাটের আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলার ট্রেনযাত্রীরা আক্কেলপুর রেলস্টশন ব্যবহার করেন। ভৌগলিক দিক বিবেচনা করে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনেরযাত্রা বিরতির দাবি জানাচ্ছি।

পাঁচবিবি স্টেশনে মানববন্ধনে বক্তব্য দেন, পাঁচবিবি মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, জয়পুরহাট বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ, সড়াইল কলেজের প্রভাষক মো. শাহ্জাহান আলী, স্কুল শিক্ষক আব্দুল হাই, ফরহাদ হোসেন জুয়েল, পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী, মোসাইদ আল-আমিন সাদ প্রমুখ।

বক্তারা বলেন, এ স্টেশনের ওপর দিয়ে ঢাকাগামী, খুলনাগামী, রাজশাহীগামী অনেকগুলো ট্রেন চলাচল করে। কিন্তু মাত্র কয়েকটি ট্রেন ছাড়া অন্যগুলোর বিরতি নেই। এর মধ্যে ঢাকাগামী দুটি। এখানে মডেল স্টেশন করা হয়নি এবং কম্পিউটারাইজ পদ্ধতিতে টিকেট বিক্রয়ও করা হয় না। এসব কার্যক্রম এখানে চালু করা হোক। আর ঢাকাগামী নতুন ট্রেন চিলাহাটি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী রূপসা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দেওয়ার জোড় দাবি জানাচ্ছি।

জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, ‘চিলাহাটি এক্সপ্রেস নতুন ট্রেনটি যাত্রা বিরতির দাবিতে জয়পুরহাটের পাঁচবিবি ও আক্কেলপুর রেলস্টেশনে মানববন্ধন হয়েছে। শান্তিপূর্ণভাবেই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা