× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় অটোরিকশায় ট্রাকের চাপা, নিহত ৪

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৫:১২ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৭:৫৭ পিএম

দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

নওগাঁর মহাদেবপুরে সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে একটি ট্রাক চাপা দিলে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন একজন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার (৫ জুন) দুপুরে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার বাগাচাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম-পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন অটোরিকশার চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের পাপ্পু সরদার, সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামের নাজমুল ইসলাম ও একই উপজেলার সাতিকাবাড়ী গ্রামের তানভীর আহমেদ চৌধুরী। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে নওগাঁ অভিমুখে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হন। 

তিনি বলেন, গুরুত্বর আহত অবস্থায় ২ জনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় পথে অজ্ঞাতনামা এক যাত্রী মারা যান। আর সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী এলাকার রাকিবুল হাসান নামের একজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে নওহাটা পুলিশ ফাঁড়ি হেফাজতে নেওয়া হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। 

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপ-পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দুপুর দেড়টায় ঘটনাস্থল আসি। এসে দেখি সিএনজিটি দুমড়ে মুচড়ে আছে। পরে একে একে ভেতর থেকে সিএনজির চালকসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে পাঠানো হয়।’

বর্তমানে মরদেহগুলো নওগাঁ হাসপাতাল মর্গে রয়েছে। 

ওসি মোজাফ্ফর হোসেন বলেন, সবার পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা