× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাংনীতে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৩:০৩ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৬:১১ পিএম

খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। প্রবা ফটো

খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। প্রবা ফটো

মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী পুলিশ ক্যাম্পে কর্মরত এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুন) সকালে ডিউটি শেষে অসুস্থ হয়ে নাক-মুখ দিয়ে ফেনা বের হতে থাকলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুফল এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ২৬ বছর বয়সি শাহেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। গাংনীর এলাঙ্গী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন তিনি।

এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুফল বলেন, আজ সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত শাহেদের ডিউটি ছিল। ডিউটি শেষে যিনি ডিউটিতে থাকবেন তাকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিছানায় শুয়ে পড়েন শাহেদ। এ সময় তার নাক-মুখ দিয়ে ফেনা বের হতে দেখে সহকর্মীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শাহেদকে মৃত ঘোষণা করেন।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জামিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই পুলিশ কনস্টেবল মারা গেছেন। তার মৃত্যু অস্বাভাবিক না গরমের কারণে হয়েছে, ময়নাতদন্ত শেষে তা বলা যাবে।’

খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

পুলিশ সুপার রাফিউল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহেদের মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা