× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃত্যুর আগে পরীক্ষায় ধরা পড়ল শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১১:৩৭ এএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১৩:২২ পিএম

বাঁ পাশে আটক সজল। প্রবা ফটো

বাঁ পাশে আটক সজল। প্রবা ফটো

মাসখানেক ধরে অসুস্থ ছিল ১০ বছর বয়সি অনন্যা আক্তার। তিন-চার দিন আগে হঠাৎ খিঁচুনি উঠে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক পরীক্ষানিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২ জুন) বিকালে মারা যায় সে।

অনন্যার মা সৌদি আরবে থাকেন। খালার সঙ্গে আশুলিয়ার নরসিংহপুরে থাকত সে। সেখানকার একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত। মেয়ের অসুস্থতার খবর পেয়ে দেশে চলে আসেন মা। কিন্তু সন্তানকে বাঁচাতে পারেননি।

এ ঘটনায় শুক্রবার রাতে একই ভবনের সজল নামে আরেক ভাড়াটিয়াকে আটক করে মারধর করেন অনন্যার স্বজনরা। খবর পেয়ে তাকে আটক করে র‍্যাব-৪।

সজল পেশায় একজন দিনমজুর, নিয়মিত টিকটক বানান। অনন্যার স্বজনদের দাবি, টিকটক বানানোর কথা বলেই অনন্যাকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন সজল। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে সজলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে এখন পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি বলে জানান।

টিকটক বানানোর কথা বলে ছাদে নিয়ে ‘ধর্ষণ’

শিশুটির খালাতো ভাই মো. পিয়াস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অনন্যার মা কয়েক মাস আগে সৌদি আরবে চলে যান। মা বিদেশ যাওয়ার পর থেকে অনন্যা আমাদের সঙ্গে (আশুলিয়ার নরসিংহপুরে ভাড়া বাসায়) থাকত। ভাড়াটিয়া সজল তার স্ত্রীকে নিয়ে একই বাসায় থাকে। পেশায় দিনমজুর হলেও সে নিয়মিত টিকটক ভিডিও বানায়। আমাদের পরিবারের সঙ্গে সজলের ভালো সম্পর্ক। মাঝেমধ্যে অনন্যাকে নিয়েও সে টিকটক বানাত।’

তিনি আরও বলেন, ‘প্রায় এক মাস আগে সজল অনন্যাকে আমাদের পাঁচ তলার ছাদে টিকটক করতে নিয়ে যায়। এরপর সে তাকে ধর্ষণ করে। এ ঘটনার পর আমার বোন অসুস্থ হয়ে পড়লেও ভয়ে বাসার কাউকে কিছুই বলেনি। মাঝে মাঝে সজল অনন্যার জন্য ওষুধ কিনে আনত। এত ভালো ব্যবহারের কারণে আমরা কিছুই বুঝতে পারিনি।’

এক প্রশ্নের জবাবে পিয়াস বলেন, ‘অনন্যার জ্বর ছিল। ফার্মেসি থেকে এনে তাকে জ্বরের ওষুধ খাওয়ানো হতো। সজল মাঝেমধ্যে তার জন্য ওষুধ আনত।’

তার ভাষ্য, ‘এক সপ্তাহ আগে অসুস্থতার খবর পেয়ে ওর মা বিদেশ থেকে চলে আসে। হঠাৎ তিন-চার দিন আগে অনন্যার খিঁচুনি উঠে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মিরপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে ধর্ষণ করা হয়েছিল বলে চিকিৎসক আমাদের জানান।

পরে অনন্যা তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু তার মাকে জানায়। এর মধ্যে শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে র‍্যাবের সহযোগিতা নিয়ে আশুলিয়ার গাজীরচট বটতলা থেকে সজলকে আটক করা হয়। আমরা সজলের ফাঁসি চাই।’

সজলকে আটকের বিষয়ে রাতে বিস্তারিত কিছু জানায়নি র‍্যাব। শনিবার সকালে র‍্যাব-৪-এর (সিপিসি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খানকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন বলেন, ‘শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানতে পেরেছি। পরে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে তাকে থানায় হস্তান্তর করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা