× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের আঁধারে নিশ্চিহ্ন করে দেওয়া হলো অর্ধশত কবর

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৩ ২১:৩৯ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১৩:১৯ পিএম

শতবর্ষী কবরস্থানকে নিশ্চিহ্ন করার পর গ্রামবাসী দেখতে ভীড় করছে। প্রবা ফটো

শতবর্ষী কবরস্থানকে নিশ্চিহ্ন করার পর গ্রামবাসী দেখতে ভীড় করছে। প্রবা ফটো

‘এখানে আমার আত্মীয়-স্বজনের কবর আছে। ২০ টি কবর আমি নিজেই খুঁড়েছি। শতবর্ষী কবরস্থানকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। রাতের আঁধারে এক্সকাভেটর দিয়ে দুই শতক জমির কবরস্থান উচ্ছেদ করা হয়েছে। যারা এই নিকৃষ্ট কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

শুক্রবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার কালুশহর গ্রামের বিশাহারা কবরস্থানে বসে কথাগুলো বলছিলেন ফাইজুল ইসলাম।

কবরস্থানের পাশে মাটিতে বসে কাঁদতে কাঁদতে পাশ্ববর্তী ইটালি গ্রামের বয়জ্যেষ্ঠ আমেনা খাতুন বলেন, ‘নাতি মারা গেছে ছয় মাসও হয়নি। এখানেই দাফন করেছিলাম। শশ্বড়-শাশুড়ির কবরও ছিলো কাছাকাছি। সবকটি কবর উপড়ে ফেলা হয়েছে। নাতির কবর আগের জায়গায় ফিরে চাই।’

শুধু ফাইজুল ইসলাম ও আমেনা খাতুন নয়, এনায়েতপুর ইউনিয়নের কালুশহর, ইটালিসহ আশেপাশের অন্তত পাঁচ গ্রামের শত শত বাসিন্দা শুক্রবার সকাল থেকেই ওই কবরস্থানের পাশে ভিড় করেছেন। একদিন আগেও যেখানে অর্ধশত কবর দৃশ্যমান ছিলো, তা গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এক্সকাভেটর দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। কাজটি করেছেন কবরস্থানের সাড়ে ৩ শতক জমির দাবিদার ইটালি গ্রামের মৃত জয়নাল আবেদিনের স্ত্রী মোছা. কল্পনা ও তার বাবা আবদুল লতিফ। বিষয়টি জানামাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বিশাহারা কবরস্থানটি শত বছরের পুরনো। জয়নাল আবেদিন ও জাহিদুল ইসলামের পূর্ব পুরুষরা ৭ শতক জমি মৌখিকভাবে দান করেছিলন। জয়নাল আবেদিনের মৃত্যুর পর থেকেই তার স্ত্রী ও শ্বশুড় উচ্ছেদের চেষ্টা শুরু করলে স্থানীয়রা বাঁধা দেন। পরে বৃহস্পতিবার রাতে আঁধারে এক্সকাভেটর দিয়ে অর্ধশত কবরের চিহ্ন মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।

তারা আরও জানান, তবে শুরু থেকেই জাহিদুল এর প্রতিবাদ করে আসছিলো। এখন সে প্রবাসে থাকায় কবরস্থানটি উচ্ছেদের সুযোগ পেয়েছে। এতে গ্রামে হাহাকার পড়ে গেছে। যা ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে যেকোন মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে।

জাহিদুলের স্ত্রী আরিফা খাতুন বলেন, কবরস্থানের ভেতরে থাকা জমি ভাগাভাগির জন্য প্রায়ই ঝামেলা করতো কল্পনা। পরে বাধ্য হয়ে তাকে অন্যত্র সাড়ে ৩ শতক জমি বুঝে দিতে রাজি হয়েছিলাম। কল্পনা সেটি না নিয়ে আমাদের ১০ শতক জমি জবরদখল করে নিয়েছে। পূর্ব পুরুষদের কবর রক্ষায় এতেও আমরা বাঁধা দিইনি। এরপরেও সে অন্যায়ভাবে কবরস্থান ভাঙচুর করেছে।

অভিযুক্ত মোছা. কল্পনা বলেন, ‘কবরস্থানের ভেতরে আমাদের আরও জমি আছে। গ্রামবাসীরা বছরের পর বছর সেটি ব্যবহার করছে। কখনো বাঁধা দেওয়া হয়নি। সেখান থেকে কিছু জমি কেটে সমতল করা হয়েছে। পুরনো কবরগুলো নষ্ট করা হয়নি। অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন ‘

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘কবরস্থান ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতে গ্রামবাসী অভিযোগ দিয়েছেন। দুপুরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা