× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা সিটি নির্বাচন

দুর্নীতিমুক্ত নগর গড়তে চান আউয়াল

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ২০:০৪ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১৫:৩১ পিএম

দুর্নীতিমুক্ত নগর গড়তে চান আউয়াল

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী আব্দুল আউয়াল বলেছেন, ‘নাগরিক জনপ্রশাসন হিসেবে সিটি করপোরেশনে সুশাসনই প্রধান বিবেচ্য। সম্পদ, দক্ষতা ও জনবল সবই থাকলেও আজকের নৈরাজ্যকর অবস্থার জন্য মূলত সুশাসনের অভাব দায়ী। আমি মেয়র নির্বাচিত হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও খোলাফায়ে রাশেদা থেকে প্রাপ্ত সুশাসন নিশ্চিত করা হবে।’ 

বুধবার (৩১ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর খানজাহান আলী ও দৌলতপুর থানার ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন আব্দুল আউয়াল। তিনি বলেন, কেসিসির মেয়র নির্বাচিত হলে শুধু দূর্নীতি দমন নয়, যেকোনো মূল্যে কেসিসিকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও টেন্ডারবাজীমুক্ত করে সর্বোচ্চ নাগরিক সেবা প্রদান করা হবে ইনশাআল্লাহ। নাগরিক সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচিত হলে মানবিক কারণে পায়ে চালিত রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা হবে। বিভিন্ন গাড়ির স্ট্যান্ড ও মালামাল উঠা-নামার ঘাটে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে। এ ছাড়া নগরীর প্রায় ৭০ হাজার হোল্ডিংয়ের ট্যাক্স ৩০ ভাগ মওকুফ এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি অর্ধেক করা হবে। 

দিনব্যাপী গণসংযোগে ইসলামী আন্দোলনের কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. নাসির উদ্দিন, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, সহ-সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ-সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গণসংযোগ সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম, সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন, সহ-মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন ও এমএ সাদী, দলের সোনাডাঙা থানা সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, হাবিবুল্লাহ মিসবাহ, নাজিম হাওলাদার নাইম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা