× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের প্রাণ কৃষক, তাদের পাশে থাকা সরকারের লক্ষ্য : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৫:২৬ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১৬:০৯ পিএম

আমবাগানে ২০২৩ মৌসুমে আম সংগ্রহ ও বিপণন এর উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। প্রবা ফটো

আমবাগানে ২০২৩ মৌসুমে আম সংগ্রহ ও বিপণন এর উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। প্রবা ফটো

কৃষককে দেশের প্রাণ উল্লেখ করে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার সব সময় কৃষকের পাশে থাকে। 

মঙ্গলবার (৩০ মে) নওগাঁর সাপাহার উপজেলার গোডাউনপাড়া আমবাগানে চলতি মৌসুমের আম সংগ্রহ ও বিপণন কার্যক্রমের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষক এ দেশের প্রাণ। আম কিংবা ধান যেটাই চাষ করুক, কৃষকের স্বার্থরক্ষা করতে হবে। 

কৃষকরা তাদের চাষ করা আমন ও বোরো ধানের নায্যমূল্য পাচ্ছে দাবি করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমন ও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আমেরও বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের নায্যমূল্য পাচ্ছে। আশা করি আমেরও ন্যায্যমূল্য পাবে।’

সবাই সস্তায় কৃষকের উৎপাদিত পণ্য খেতে চায়, কিন্তু কৃষকের দিকটা কেউ ভাবেন না বলেও এ সময় বক্তব্য দেন প্রবীণ এই রাজনৈতিক। সাধন চন্দ্র বলেন, সরকার সব সময় কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চায়। 

কৃষককে ফল-ফসল উৎপাদনে অনেক কষ্ট করতে হয় উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘সবাই সস্তায় খেতে চায়। কৃষকের দুঃখ-কষ্ট কেউ বুঝতে চায় না। ফসল ফলাতে তাকে খরায় পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়।’

এ সময় সবাইকে বিদেশি ফল খাওয়ার প্রবণতা কমিয়ে দেশি ফল খাওয়ার আহ্বান জানান মন্ত্রী।  

মন্ত্রী বলেন, ‘এখন দেশীয় ফলের প্রচুর সরবরাহ আছে। বিদেশ থেকে ফল আমদানি করা না হলে ডলার সাশ্রয় হবে। দেশীয় ফলের পুষ্টিমানও বেশি। বিদেশে ফল রপ্তানির সুযোগ আছে। দেশের আম এখন বিদেশে যাচ্ছে, আম চাষিরা লাভবান হচ্ছেন। আম রপ্তানিতে বড় বাধা হলো বিদেশিরা জানতে চায় আম নিরাপদ কি না? আমরা সনদ দেখাতে পারি না। ভবিষ্যতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে আরও বেশি আম রপ্তানি করা সম্ভব হবে।’ 

সাপাহারের সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী এবং কৃষি কর্মকর্তা শাপলা খাতুন প্রমুখ।

পরে খাদ্যমন্ত্রী জবই বিলে মাছ চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে জয় বাংলা চত্বর উদ্বোধন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা