× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোখায় ক্ষতিগ্রস্তদের বসুন্ধরা গ্রুপের অর্থ সহায়তা

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৫:৫০ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১৬:০০ পিএম

বসুন্ধরা গ্রুপের অর্থ সহায়তা নিতে আসা ক্ষতিগ্রস্থরা। প্রবা ফটো

বসুন্ধরা গ্রুপের অর্থ সহায়তা নিতে আসা ক্ষতিগ্রস্থরা। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ নগদ অর্থ সহায়তা করেছে।

শনিবার (২৭ মে) দুপুরে দ্বীপের বাজারপাড়ার সরকার বাড়ি পুলিশ ফাঁড়ির মাঠে ২৫০ পরিবারকে আট হাজার টাকা করে ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য ফারিহা ইয়াছমিন বলেন, ‘ঘূর্ণিঝড়ে এ এলাকার মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এই মূহূর্তে তাদের নগদ অর্থ সহায়তা দরকার। তাদের দুঃসময়ে বসুন্ধরা গ্রুপ পাশে থেকে অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়েছে। এ গরীব-অসহায় মানুষগুলোকে নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।’

দ্বীপের বাসিন্দা বশির আহমদ বলেন, ‘আমি পঙ্গু লোক। আমার এক ছেলে ও নয় মেয়ে। ঘূর্ণিঝড় মোখায় ঘরবাড়ি হারিয়েছি। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথের ভিখারি হয়ে গেছি। আমার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদের দেওয়া আট হাজার টাকা পেয়ে আমার অনেক উপকার হয়েছে। বসুন্ধরা গ্রুপের মালিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করি।’

ঘূর্ণিঝড় মোখার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ। এখানে তিনটি ওয়ার্ডে বসবাস করছেন ৩৫ হাজারের বেশি মানুষজন। এর মধ্যে আট হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বেশিরভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বসুন্ধরা গ্রুপের অর্থ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সচিব নজির আহমদ, ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, সাংবাদিক তোফায়েল আহমদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহেদ হোসেনসহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা