× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল সিটি নির্বাচন

প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারে প্রার্থীরা

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ২০:০৮ পিএম

স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপনের দেওয়াল ঘড়ি প্রচারণার সময়। প্রবা ফটো

স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপনের দেওয়াল ঘড়ি প্রচারণার সময়। প্রবা ফটো

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীদের কৌশল ভিন্ন হলেও প্রথম দিন থেকেই জমজমাট প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে সারা শহর। লিফলেট বিতরণ, মাইকিং ও পোস্টার সাঁটানো শুরু হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা চলছে প্রতিটি পাড়া-মহল্লা ও চায়ের দোকান। নগরবাসীর মধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়েছে। আলোচনায় প্রাধান্য পাচ্ছে ভোটের যত হিসাব-নিকাশ।

শুক্রবার (২৬ মে) সকালে মেয়র পদে অংশ নেওয়া সাত প্রার্থী, সংরক্ষিত নারী আসনের ৪২ প্রতিদ্বন্দ্বী ও সাধারণ কাউন্সিলর পদে অংশ নেওয়া ১১৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পরই উৎসবের নগরীতে পরিণত হয় বরিশাল। 

বরিশালে রিটার্নিং অফিসার হুমায়ুন কবির জানান, সকাল ৯টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। মাঝে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনে অংশ নেওয়া ৭ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ নৌকা, জাতীয় পার্টির ইবাল হোসেন তাপস লাঙ্গল, ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম হাতপাখা, জাকের পার্টির প্রার্থী গোলাপ ফুল, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন দেওয়াল ঘড়ি, মো. আলী হোসেন হরিণ ও আসাদুজ্জামান হাতি প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পরই নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন। আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়েরের কর্মী-সমর্থকরা শহরজুড়ে হাজার হাজার ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানোর কাজ শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে আবুল খায়েরের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ভরে যায় নগরী। এতে করে খোকনময় হয়ে ওঠে পুরো নগরী।

দুপুর থেকে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের হাতপাখা প্রতীকের পোস্টার টাঙানোর কাজ শুরু হয়। নগরীর বিভিন্ন মোড়ে এবং সড়ক ডিভাইডারের মাঝে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর পোস্টার ফেস্টুন, ব্যানার টাঙানো হয়। জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, সত্বন্ত্র কামরুল আহসাম রুপনের কর্মী-সমর্থকদের পোস্টার ব্যানার লাগাতে দেখা গেছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের ২৪ নং ওয়ার্ডের রুপাতলী হাউজিং এষ্টেট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন, বিকেলে চারটায় ৩০ নং ওয়ার্ডের কলাডেমা কাজী নাসির উদ্দিন বাবুলের বাড়িতে উঠান বৈঠকে যোগ দেন। তাছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় ১৪ নং ওয়ার্ডের রিফিউজি কলোনীতে ওঠান বৈঠক করেন তিনি। অন্যদিকে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আশ্বিনী কুমার হল সংলগ্ন বাইতুল মুকাররম মসজিদে জুমার নামাজ আদায়ের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করন। জাতীয় পার্টি মেয়র ইকবাল হোসেন তাপস নগরীর মতাসার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে বিকালে ৫ নং ওয়ার্ডে শাহজালাল স্কুল মাঠে নির্বাচনী সভা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা