× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

বিএনপি নেতা চাঁদ পাঁচ দিনের রিমান্ডে

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৬:৩০ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৭:১৮ পিএম

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালত থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। প্রবা ফটো

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালত থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। প্রবা ফটো

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৫ মে) বিকালে পুলিশ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ফৌজদারি দণ্ডবিধির ১৬৭ ধারায় ১০ দিনের রিমান্ড চায়। তবে রাজশাহীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৪-এর বিচারক মাহবুব আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুঠিয়া থানায় চাঁদের বিরুদ্ধে করা মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পারভেজ জাহিদী। 

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম।

রাজশাহী জেলা ডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান, মামলার গুরুত্ব বিবেচনায় মামলাটি জেলা ডিবিতে হস্তান্তরের প্রস্তুতি চলছে। 

আইনি প্রক্রিয়া শেষে চাঁদকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

১৯ মে রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর বক্তব্য দিয়ে আলোচনায় আসেন চাঁদ। এ ঘটনায় রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা হয়। 

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বক্তব্যের পর থেকেই তাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভসহ আন্দোলন করে আসছে। 

পুঠিয়া থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবু সাঈদ চাঁদকে আজ বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর হড়গ্রাম বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা