× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলে ফিরে এমপির রোষানলে পড়ার অভিযোগ মেয়রের

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৮:২৬ পিএম

মঙ্গলবার (২৩ মে) দুপুরে বেলকুচি পৌরসভার হলরুমে মেয়র সাজ্জাদুল হক রেজার সংবাদ সম্মেলন। প্রবা ফটো

মঙ্গলবার (২৩ মে) দুপুরে বেলকুচি পৌরসভার হলরুমে মেয়র সাজ্জাদুল হক রেজার সংবাদ সম্মেলন। প্রবা ফটো

একমাস আগে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ ক্ষমা পেয়ে দলের সক্রিয় হন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা। এরপর থেকেই সংসদ সদস্য ও তার সর্মথকদের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ মেয়রের। গত ৩০ এপ্রিল পৌরসভার সৌন্দর্য বর্ধনের জন্য পৌর এলাকায় এমপির ৪টি স্থায়ী তোরণ অপসারণের জন্য নোটিশ দেওয়ায় ক্ষুদ্ধ হন বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।

মেয়রের দাবি, তোরণ অপসারণের জেরেই ১৩ মে বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এমপির এপিএস সেলিম সরকারের লোকজন তার ওপর হামলা চালায়। এ ঘটনায় তাকেই আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে বেলকুচি পৌরসভার হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র সাজ্জাদুল হক রেজা।

তিনি বলেন, ‘স্থানীয় পরিবহন মালিক শ্রমিক ও সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্যের নির্মিত স্থায়ী তোরণ অপসারণের নোটিশ দিলে তার সর্মথকরা পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করে। উল্টো তারাই আমাদের নামে মিথ্যা দুটি মামলা দিয়ে আমাদের হেনস্থা করছে।’

মেয়র বলেন, ‘স্থানীয় সরকারের অধীনে পৌরসভার যেকোনো উন্নয়নমূলক কাজের জন্য এমপি মহোদয়ের ডিও লেটারের প্রয়োজন হয়। কিন্তু তিনি পৌরসভার উন্নয়নের কোনো ডিও লেটার প্রদান করেন না। এতে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্থ হচ্ছে।’

তিনি আরও বলেন, বেলকুচির শান্ত পরিবেশ অশান্ত করতে একটি চক্র বরাবরই তৎপর আছে। খুব অল্প সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় নিজেদের মধ্যে এমন বিভক্তি দলে বির্পয়য় ডেকে আনতে পারে। তাই দলে কোনো বিভেদ তার কাম্য নয়। নিজেদের ব্যক্তিগত ক্রোধকে সামাল দেওয়ারও আহবান জানান মেয়র।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আসলাম হোসেন বলেন, ‘পৌর ছাত্রলীগের সেদিন একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। এ সময় মেয়রের লোকজন তাদের ওপর হামলা করে বলে জানা যায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেই।’

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস বলেন, সেদিন দলীয় কার্যালয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তবে কেউ যদি ব্যক্তিগত কোনো কর্মসূচি দেয় তবে এর দায়ভার তাকেই নিতে হবে। 

বর্তমানে বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মোহাম্মদ ইকবাল রানা, কাউন্সিলর শহিদুল ইসলাম, তারেক সরকার, মহিলা কাউন্সিলর স্বর্ণা পারভিন, নার্গিস বেগম উষাসহ পৌরসভার কর্মচারী কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা