× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার যুবক

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৩ ১৬:৫৪ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ১৭:১৮ পিএম

নাসরিন হত্যার অভিযোগে গ্রেপ্তার কমল। প্রবা ফটো

নাসরিন হত্যার অভিযোগে গ্রেপ্তার কমল। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসরিন নামে এক নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা মামলার প্রধান আসামি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ মে) দুপুরে জেলার পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল।

তিনি বলেন, ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে নিহত নারীর পরিচয় সনাক্ত ও হত্যার রহস্য উন্মোচন করে জড়িতকে গ্রেপ্তার করা হয়।   

গ্রেপ্তার আসামি কমল ওরফে কুদ্দুস কুড়িগ্রামের উলিপুরের চিলমারীর বাসিন্দা। পলাতক আরেক আসামি অভির উদ্দিন রংপুরের কাউনিয়া উপজেলার বাসিন্দা।  

পুলিশ সুপার জানান, গত ১৯ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুরির তালতলা এলাকার একটি পরিত্যক্ত বালুর মাঠ থেকে নাসরিন আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে জানা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে জেলা পুলিশ।

নিহতের ঘটনায় ভুক্তভোগীর বাবা পরের দিন হত্যা মামলা করেন। 

এসপি জানান, ঘটনার রাতে পাঙ্খা শাহ মাজারে গিয়ে নাসরিন আক্তারের সাথে পরিচয় হয় কমলের। ওরশ চলাকালে একসাথে চা পান করেন তারা। সেখানে অর্থের বিনিময়ে কমলের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের রাজী হয় নাসরিন। এরপর মধ্য রাতে তাকে নিয়ে যায় পরিত্যক্ত একটি ঘরে। সেখানে হঠাৎ প্রবেশ করে অন্য দুইজন যুবক। তারা কমল ও অভির সাথে থাকা ৯ হাজার টাকা নিয়ে চলে যায়। আর এতে তারা ক্ষিপ্ত হয় ওই নারী উপর। ওই ঘটনার প্রতিশোধ নিতে টাকা বাড়িয়ে দিয়ে অন্য জায়গায় যাওয়ার প্রলোভন দেখান তারা। পরে নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জের তালতলা এলাকার বালুর মাঠে নিয়ে যায়। সেখানে লালসালু কাপড় দিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।

তিনি আরও জানান, কমলকে গ্রেপ্তারের পর নাসরিন হত্যার রহস্য বেরিয়ে আসে। তার সহযোগী অভিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা