× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৪ বছর পলাতক থাকা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৯ মে ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ২০:৩২ পিএম

গ্রেপ্তার বশির আহমেদ। প্রবা ফটো

গ্রেপ্তার বশির আহমেদ। প্রবা ফটো

চট্টগ্রামের হাটহাজারীতে আপন চাচাকে হত্যার পর ৩৪ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১৯ মে) রাঙামাটি থেকে বশির আহমেদ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব।

৫৫ বছর বয়সি বশির আহমেদ হাটহাজারীর চারিয়ার নূর আহম্মদের ছেলে। ১৯৮৯ সালে তার চাচা মকবুল হোসেনকে হত্যা করে গা ঢাকা দিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ২১ বছর, মকবুলের বয়স ছিল ২৫ বছর।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ’মকবুল আর বশিরের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগ-বণ্টন নিয়ে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে ১৯৮৯ সালের ১৩ ফেব্রুয়ারি মকবুলকে ছুরিকাঘাতে খুন করে বশির। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী হাটহাজারী থানায় মামলা করে। আর বশির হত্যার পর থেকে পলাতক ছিল। তার অনুপস্থিতিতে ১৯৯২ সালের ১৯ নভেম্বর বশির আহম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।’

তিনি আরও বলেন, ’গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ বছর পলাতক থাকা বশির আহম্মদকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা