× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বশেমুরবিপ্রবি’র কর্মচারীদের আন্দোলন অব্যাহত

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৩ ২১:০২ পিএম

চাকরি স্থায়ীকরণের দাবিতে বশেমুরবিপ্রবি’র কর্মচারীদের আন্দোলন অব্যাহত। প্রবা ফটো

চাকরি স্থায়ীকরণের দাবিতে বশেমুরবিপ্রবি’র কর্মচারীদের আন্দোলন অব্যাহত। প্রবা ফটো

চাকরি স্থায়ীকরণের দাবিতে দ্বিতীয় দিনের মতো অর্নিষ্টকালের আন্দোলন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চুক্তিভিত্তিক ১৩৪ জন কর্মচারী। 

বৃহস্পতিবার (১৮ মে) সকালে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের অফিস কক্ষের সামনে তারা অবস্থান নেন। এসময় চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে শোনা যায় তাদের। তাছাড়া দাবি-দাওয়া সংক্রান্ত প্লাকার্ড প্রদর্শন করেন।

দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের উপর কর্মচারী সমিতির হামলার প্রতিবাদ ও দাবি দাওয়া তুলে ধরে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। 

এর আগে গত বুধবার আন্দোলনের প্রথমদিনে দপ্তরে তালা লাগিয়ে বিশ্ববিদ্যালেয়ের উপাচার্য একিউএম মাহবুব, রেজিস্টার মো. দলিলুর রহমান ও ট্রেজার ড. মোবারক হেসেনকে অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির নেতৃবৃন্দ লোহার গেট ভেঙ্গে তাদের উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের মেয়াদে বিভিন্ন কাজের জন্য দৈনিক মজুরিভিত্তিক ১৫২ কর্মচারী নিয়োগ করা হয়। এরমধ্যে ১৮ জনকে স্থায়ীকরণ করা হয়। বাকি ১৩৪ কর্মচারী চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করে আসছে। তখন বর্তমান উপাচার্য তাদের স্থায়ীকরণে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু তার মেয়াদ ২ বছর ৮ মাস পেরিয়ে গেলেও চাকরি স্থায়ীকরণ হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা