× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোখার ক্ষত সারাতে কর্মযজ্ঞ

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৩:০৬ পিএম

টেকনাফ উপজেলার বিভিন্ন পয়েন্ট জরুরি মেরামত কাজে ব্যবহারের জন্য বাঁশ, ত্রিপল ও টিনসহ মেরামত কাজের জরুরি মালামাল ক্রয়-বিক্রয় বেড়েছে।

টেকনাফ উপজেলার বিভিন্ন পয়েন্ট জরুরি মেরামত কাজে ব্যবহারের জন্য বাঁশ, ত্রিপল ও টিনসহ মেরামত কাজের জরুরি মালামাল ক্রয়-বিক্রয় বেড়েছে।

ঘূর্ণিঝড় মোখার ক্ষতের চিহ্ন মুছতে চেষ্টা চলছে টেকনাফের সর্বত্র। কেউ ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা মেরামত করছেন; কেউ রাস্তা চলাচল উপযোগী করছেন। এতে ব্যবহার বেড়েছে বাঁশ, ত্রিপল ও টিনের। তা ছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী, নগদ অর্থ প্রদান করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও মানসিকভাবে শক্ত হয়ে উঠছে। এর মধ্যে টেকনাফ উপজেলার বিভিন্ন পয়েন্ট জরুরি মেরামত কাজে ব্যবহারের জন্য বাঁশ, ত্রিপল ও টিনসহ মেরামত কাজের জরুরি মালামাল ক্রয়-বিক্রয় বেড়েছে।

শাহপরীর দ্বীপের মাঝরপাড়ার বাসিন্দা ছৈয়দ উল্লাহ বলেন, ‘বঙ্গোপসাগর সংলগ্ন বেড়িবাঁধের পাশে ঘর হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে ঝড়ে ঘরের গাছপালা উপড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো কোনোরকম মেরামত করতেছি। মহাবিপদ থেকে বেঁচে আছি, এজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া।’ 

টেকনাফ পৌরসভার হাইস্কুল মাঠের পাশের বাসিন্দা মোহাম্মদ আলম। মোখায় ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণ করছেন। তিনি বলেন, ‘একটি ছোট বাঁশ ৩৫ টাকা। এক হাজার টাকায় ৩৩টি বাঁশ ও ৩৫০ টাকায় একটি ত্রিপল কিনে ঘর মেরামতে হাত দিয়েছি। না হয় বৃষ্টি এলে ঘরে আর থাকা যাবে না।’

তবে চাহিদা বেশি থাকলেও প্রয়োজনীয় উপকরণের দাম বাড়াননি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জিয়া উদ্দিন নামে এক ব্যবসায়ী বলেন, ‘৩০০ টাকায় লবণচাষিদের কাছ থেকে পুরাতন ত্রিপল কিনে ৩৫০ টাকায় বিক্রি করছি। সীমিত লাভে বিক্রি করছি। এ ছাড়া আমাদেরকে উপজেলা প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে অতিরিক্ত দাম না নিতে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত বলেন, ‘ঘূর্ণিঝড় মোখায় ক্ষয়ক্ষতির বিবরণ এখনও চূড়ান্ত হয়নি। তবে সরকারিভাবে উপজেলা প্রশাসন আড়াই লাখ নগদ টাকা ও ১০ টন চাল ক্ষতিগ্রস্ত এলাকায় বরাদ্দ দিয়েছে। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিজিবি, কোস্ট গার্ড থেকেও ক্ষতিগ্রস্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জরুরি প্রয়োজনে বাঁশ, ত্রিপল ও টিন ব্যবহার করে ঘেরা, বেড়া, ঘরবাড়ি ঠিক করছে। একশ্রেণির ব্যবসায়ী এসব জিনিসের মূল্য বাড়িয়ে বিক্রি করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে অতিরিক্ত দাম না নেয় সেজন্য সতর্ক করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা