× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণীকে খুনের পর ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ২১:০৩ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ২১:২০ পিএম

আত্মসমর্পণের পর পুলিশের ভ্যানে ছাত্রলীগ নেতা আলী ইমাম খান অনু। প্রবা ফটো

আত্মসমর্পণের পর পুলিশের ভ্যানে ছাত্রলীগ নেতা আলী ইমাম খান অনু। প্রবা ফটো

ঝালকাঠি সদর উপজেলায় পার্কে ডেকে নিয়ে তরুণীকে খুনের দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেছেন এক ছাত্রলীগ নেতা। সোমবার (১৫ মে) দুপুরে সদর থানায় এসে আত্মসমর্পণ করেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অনু। পরে শহরের গাবখান এলাকার ইকোপার্ক থেকে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী সায়মা পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার-এএসপি (সদর সার্কেল) মহিতুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আলী ইমাম শহরের ফকির বাড়ি এলাকার দিলদার হোসেন খানের ছেলে। সায়মা পারভীন একই এলাকার শাহাদাৎ তালুকদারের মেয়ে।

এএসপি মহিতুল ইসলাম জানান, আলী ইমামের দাবি, ২০২১ সালের ২ সেপ্টেম্বর সায়মাকে বিয়ে করেন তিনি। বিষয়টি তাদের দুই পরিবারের কেউ জানত না। তিন মাস পর বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সায়মা। এ নিয়ে দুজনের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। সোমবার সকালে সায়মাকে ইকোপার্কে ডেকে আনেন আলী ইমাম। সেখানে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্যান্টের পকেট থেকে ছুরি বের করে সায়মাকে খুন করেন আলী ইমাম। এরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানান তিনি। পরে সদর থানায় এসে খুনের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।

বিয়ের বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছেন সায়মার বাবা শাহাদাৎ তালুকদার। তিনি বলেন, ‘আমার মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে আলী ইমাম। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।’

তবে বিয়ের বিষয়ে অবগত না থাকার কথা বললেন আলী ইমামের বাবা দিলদার হোসেন। তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। কখনও শুনিনি, জানতেও পারিনি আমার ছেলে বিয়ে করেছে।’

ঘটনার পর আলী ইমামকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আব্দুল্লাহ আল মাসুদ সাংবাদিকদের বলেন, ‘কারও ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না।’

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) তুহিন হাওলাদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে সায়মার শরীরের সামনের অংশে ধারালো অস্ত্রের পাঁচটি আঘাত শনাক্ত হয়েছে। ছুরিকাঘাতেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা