× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজব প্রতিরোধ ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

রংপুর অফিস

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৭:৩৬ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১৮:৩৫ পিএম

রংপুরে আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে গুজব প্রতিরোধ ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

রংপুরে আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে গুজব প্রতিরোধ ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

রংপুরে আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে গুজব প্রতিরোধ ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন বলেন, ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশি কার্যকর। তাই গণমাধ্যমে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। কোনো গুজব তৈরি হলে তার বিপরীতে প্রকৃত তথ্য উপস্থাপন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এ ছাড়া জনসচেতনতা বাড়াতে লেখালেখি, প্রচার-প্রচারণার বেশি প্রয়োজন। একই সঙ্গে সূত্রহীন সংবাদ ও অসত্য তথ্য গণমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকাটাও অনেক জরুরি।’

মতবিনিময় সভায় বিভ্রান্তকর, সন্দেহজনক, অসত্য তথ্য যাচাই-বাছাই, অনুসন্ধান ও বিশ্লেষণ করে প্রকৃত সত্য জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এ সভায় রংপুরের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। 

এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা রুপাল মিয়া, সিনিয়র সাংবাদিক মেরিনা লাভলী, সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পী, হুমায়ুন কবীর মানিক, ফরহাদুজ্জামান ফারুক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা