× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজিরপুরে নিখোঁজ সাব রেজিস্টারের সন্ধানের দাবিতে মানববন্ধন

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৩ ২২:৫৭ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ২৩:৫৪ পিএম

উজিরপুরে নিখোঁজ সাব রেজিস্টার বাদল কৃষ্ণ বিশ্বাসের সন্ধানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।  প্রবা ফটো

উজিরপুরে নিখোঁজ সাব রেজিস্টার বাদল কৃষ্ণ বিশ্বাসের সন্ধানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। প্রবা ফটো

নিখোঁজের ২৫ দিন পার হলেও বরিশালের উজিরপুরের সাব রেজিস্টার বীর মুক্তিযোদ্ধা বাদল কৃষ্ণ বিশ্বাসের সন্ধান দিতে পারেনি পুলিশ প্রশাসন। তার সন্ধানের দাবিতে শনিবার (১৩ মে) সকালে জল্লা ইউনিয়নের কারফা বাজারে মানববন্ধন করেছে হাজারও মানুষ।

তিন ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার মজুমদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেবি রানী দাস, কারফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদেশ কুমার বিশ্বাস, নিহার হালদার, ধীরেন্দ্রনাথ সরকার, অমল সরকার প্রমুখ। 

বক্তরা নিখোঁজ বাদল কৃষ্ণ বিশ্বাসকে ফিরে পেতে উজিরপুর উপজেলা পুলিশসহ বরিশাল জেলা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। এ সময় নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এতে আবেগেআপ্লুত হয়ে পড়েন উপস্থিত সবাই। 

নিখোঁজ সাব রেজিস্ট্রারের পরিবার দাবি করছে তাকে অপহরণ করা হয়েছে। ছেলে অংকন বিশ্বাস বলেন, ‘আমার বাবা অপহৃত হওয়ার পর আজ ২৫ দিন অতিবাহিত হয়ে গেল, এখনও তার কোনো সন্ধান পাচ্ছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তকারী সংস্থাগুলো কোনো নির্ভরযোগ্য স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করেও খোঁজ আনতে পারছেন না। তার কোনো সন্ধানও জানাতে পারছেন না। আমরা অত্যন্ত উৎকণ্ঠা ও শঙ্কার মধ্য দিয়ে দিনাতিপাত করছি।’ 

ঈদের ছুটিতে গ্রামের বাড়ি উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে বেড়াতে আসেন সাব রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস। ২০ এপ্রিল সন্ধ্যায় তার আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে যোগদান করেন। রাত ৯ টার দিকে অনুষ্ঠান শেষে তিনি হেঁটে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় বাদল কৃষ্ণ বিশ্বাসের ছেলে অংকন বিশ্বাস গত ২১ এপ্রিল উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ঘটনার তিন দিন পরে অজ্ঞাতপরিচয়দের আসামি করে অপহরণ মামলা করেন।

জানতে চাইলে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নিখোঁজ সাব রেজিস্টারের সন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ছাড়া মামলাটি বর্তমানে বরিশাল জেলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা