× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাস্থানগড়ে সাধু-সন্ন্যাসী-বাউলদের মিলনমেলা

বগুড়া অফিস

প্রকাশ : ১১ মে ২০২৩ ২১:১৫ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ২২:০১ পিএম

সুফি সাধক হজরত শাহ সুলতান মাহিসওয়ার বলখী (র.)-এর মাজার। প্রবা ফটো

সুফি সাধক হজরত শাহ সুলতান মাহিসওয়ার বলখী (র.)-এর মাজার। প্রবা ফটো

বগুড়ার মহাস্থানগড়ে বসেছে সাধু-সন্ন্যাসী ও পুণ্যার্থীদের মিলনমেলা। প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই মেলা বসে। বৃহস্পতিবার (১১ মে) সকাল থেকেই এতে যোগ দিতে বিভিন্ন ধর্মের লাখো নারী, পুরুষ, বাউল, বৈরাগী, সাধু-সন্ন্যাসীর সমাগম ঘটেছে। নানা তরিকার নানা ধর্মের সংসারত্যাগীদের মহাসম্মেলনে রূপ নেওয়া এই উৎসবে কেউ আসেন নাচতে, গাইতে, কেউ আসেন জিকির-আজকার করতে। তাদের দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন হাজারো উৎসুক মানুষ।

কথিত আছে, পুণ্ড্রনগরের অত্যাচারী রাজা পরশুরামকে পরাজিত করে সুফি সাধক হজরত শাহ সুলতান মাহিসওয়ার বলখী (র.) মহাস্থানগড় বিজয় করেন। এদিকে নিজের সম্ভ্রম ও ধর্মরক্ষার জন্য পরশুরামের একমাত্র বোন শিলা দেবী করতোয়া নদীতে প্রাণ বিসর্জন দেন। তবে অনেকের ধারণা, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার শাহ সুলতান মাহিসওয়ার বলখী (র.) মৃত্যুবরণ করেন অথবা রাজা পরশুরাম পরাজিত হন অথবা শিলা দেবী আত্মহত্যা করেন। সেই থেকেই প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার উভয় ধর্মের মানুষ মহাস্থানে সমবেত হন।

সরেজমিনে দেখা যায়, মাজারের আশপাশের এলাকায় মেলা বসেছে। মেলায় বিভিন্ন স্থানে সামিয়ানা টাঙিয়ে মারফতি গানের আসর বসিয়েছেন বাউল সাধকরা। নিজেদের ভাগ্য পরিবর্তন ও আশা পূরণের জন্য অনেকেই মাজারের পশ্চিম পাশে দুধ-পাথরে দুধ ঢেলে দিচ্ছেন। অনেককেই সেখান থেকে দুধ সংগ্রহ করে পান করতে দেখা গেছে। এ ছাড়াও মেলায় পাওয়া যাচ্ছে রকমারি পণ্য। আগত মানুষ এসব সামগ্রী কেনাকাটা করছেন। তারা মহাস্থানের ঐতিহ্য হিসেবে পরিচিত কটকটি কিনতেও ভুলছেন না। 

লালমনিরহাট থেকে আসা আব্দুস সাত্তার বলেন, ‘প্রতিবছর এই দিনের জন্য অপেক্ষা করি। শাহ সুলতানের মাজার জিয়ারত করার জন্য আসি। এখানে এলে মন ভালো হয়ে যায়।’

পাবনা থেকে এসেছেন ৬০ বছর বয়সি নূর ইসলাম চিশতী। তিনি বলেন, ‘ছোটবেলায় বাবার সঙ্গে আসতাম। এখন আমার সঙ্গে আমার ছেলেও শাহ সুলতানের ভক্ত হয়েছে। মূলত তাঁর প্রতি ভালোবাসা থেকেই এখানে আসি।’

রাহেদুল পাগলা নামে এক সাধু বলেন, ‘কুষ্টিয়া থেকে এসেছি। ভক্তদের দেখে মনে প্রশান্তি লাগে। রাতভর ইবাদত করব। কাল নামাজ পড়ে চলে যাব।'

মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, ‘প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মাজার ও তার আশপাশে কয়েক লাখ ভক্ত, সাধু সন্ন্যাসীসহ বিভিন্ন স্তরের মানুষের সমাগম ঘটে। এখানে রাতভর ইবাদত করেন তারা। শুক্রবার (আগামীকাল) জুমার নামাজের পর এই মেলার আয়োজন শেষ হয়।’

শিবগঞ্জ থানার ওসি মনজরুল ইসলাম বলেন, ‘মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য নিয়োজিত রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এজন্য আমরা সর্বদা সজাগ রয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা