× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে লালন আখড়ায় হামলা, ৩ বাউলশিল্পী আহত

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৯:৪৫ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ২০:১৮ পিএম

নরসিংদীতে লালন আখড়ায় হামলা, ৩ বাউলশিল্পী আহত

নরসিংদীর বেলাব উপজেলায় লালনের আখড়াবাড়ি পুলকিত আশ্রমে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিন বাউলশিল্পী আহত হয়েছেন এবং ভাঙচুর করা হয় বেশ কিছু বাদ্যযন্ত্র। রবিবার (৭ মে) বিকালে উপজেলার পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার ভাঙচুর করা এসব বাদ্যযন্ত্রের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয় এবং অনেকেই নিন্দা জানান।

আহতরা হলেন, শেরপুরের মিন্টু বাউল, খুলনার রিয়াদ ভূঁইয়া ও কিশোরগঞ্জের খোকন বাউল। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ভাবলা গ্রামে লালন আখড়াবাড়ি পুলকিত আশ্রমের প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর আলম ভূঁইয়া নামে এক ব্যক্তি। তার সঙ্গে পূর্বশত্রুতা ছিল জাহাঙ্গীর শেখ ও শাহীনের। রবিবার এই দুজনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। তারা তিনজন সম্পর্কে চাচাত-মামাত ভাই।

লালন আখড়ার দায়িত্বে থাকা জাহাঙ্গীর বলেন, ’সোমবার আশ্রমে সাধুসঙ্গের দিন ধার্য ছিল। দেশের বিভিন্ন স্থান থেকে আগত সাধু, ফকির ও বাউলশিল্পীরা আগে থেকেই আশ্রমে উপস্থিত ছিলেন। এখানে দেশের দূরদূরান্ত থেকে অনেক বাউল ও সংগীতপ্রেমী মানুষ এসে গান বাজনা করেন। রবিবার দুপুরে স্থানীয় সন্ত্রাসী শাহীন ও জাহাঙ্গীর শেখসহ ৫-৬ জন আখড়ায় প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রসহ প্রথমে শিল্পীদের বাদ্যযন্ত্র (একতারা, ডুগডুগি, হাতবাড়া, খমক, দোতারা, সারিন্দা, তবলা, গিটার, বাঁশি) ভাঙচুর করে। এ সময় তাদের বাধা দিতে গেলে শিল্পীদের ওপর হামলা চালানো হয়। এতে তিনজন শিল্পী আহত হন। পরে তারা বিভিন্ন মূল্যবান বাদ্যযন্ত্র নিয়ে চলে যায়।’

এদিকে লালনসংগীতকে ধ্বংস করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করছেন কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পীরা। 

কুষ্টিয়া থেকে লালন আখড়া ধামে আসা আলম নামে এক বাউল বলেন, ‘হঠাৎ করেই কয়েকজন লোক এসে বাউলদের নোংরা ভাষায় গালাগালি করে। গান বাজনা বন্ধ করতে বলে। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। বাদ্যযন্ত্র ভাঙচুরসহ আমরা কয়েকজন বাউল এতে আহত হয়েছি। আমাদের দোষটা কোথায়? গান গাওয়াটা কি অপরাধ! আমরা এ ঘটনার বিচার চাই।’

হামলা ও ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত জাহাঙ্গীর শেখ ও শাহীন। তারা বলেন, ’জাহাঙ্গীরসহ এখানে আসা প্রায় সবাই মাদকাসক্ত। মাতাল অবস্থায় জাহাঙ্গীরের সঙ্গে অন্যদের ঝগড়ার একপর্যায়ে এসব ভাঙচুরের ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে বেলাব থানার ওসি তানভীর আহমেদ বলেন, ’খবর পেয়ে সকালেই আখড়া ধামে পুলিশ পাঠানো হয়েছে। দুপুরে আমি নিজেই জায়গাটি পরিদর্শন করেছি। ঘটনাটি উস্কানিমূলক কোনো বিষয় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে আমরা বিষয়টি তদন্ত করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা