× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাখিল পরীক্ষার্থীদের ওপর খুলে পড়ল ফ্যান

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৯:২৪ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ২০:০৪ পিএম

পরীক্ষাকেন্দ্রে ফ্যান খুলে পড়ে আহত হন তিন শিক্ষার্থী। প্রবা ফটো

পরীক্ষাকেন্দ্রে ফ্যান খুলে পড়ে আহত হন তিন শিক্ষার্থী। প্রবা ফটো

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার খাতা দেওয়ার পর কেন্দ্রের চলন্ত ফ্যান খুলে পড়েছে শিক্ষার্থীদের ওপর। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা পরীক্ষা দিয়েছেন। 

রবিবার (৭ মে) সকাল ৯টা ৪০ মিনিটে এসএসসি সমমান দাখিলের সাধারণ গণিত পরীক্ষায় শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম এ মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত তিন শিক্ষার্থী সদরের চিলগাছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। 

জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার প্রায় ২০ মিনিট আগেই ৯টা ৪০ মিনিটের দিকে শ্রেণিকক্ষের একটা ফ্যান চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন পরীক্ষার্থী আহত হয়। ফ্যানটি পড়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষা দেয়।

কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হবার ২০ মিনিট পূর্বেই কেন্দ্রের ৬ নম্বর কক্ষে ফ্যানটি চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হলেও সেটা গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সুস্থভাবেই পরীক্ষা দিয়েছেন। 

হাজী আহমাদ আলী আলিয়া কামিল এমএ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনয়েম বলেন, ফ্যানটি বছর তিনেক আগে লাগানো হয়েছে। আজ চলতে চলতে হঠাৎ ফ্যানের ভিতরের প্যাঁচ খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর আঘাত লাগলেও গুরুতর নয়। 

তবে পরীক্ষার আগে ফ্যানগুলো পরীক্ষা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। 

সিভিল সার্জনের মেডিকেল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এসএম মনিরুজ্জামান বলেন, ‘তিনজন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় একটু হালকা লেগেছে। তবে কেউই গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, ‘বিষয়টি আমাকে এখনও জানানো হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা