× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ সদস্যের তোরণ সরাতে পৌর মেয়রের নোটিস

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৮:০৭ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৮:৪৫ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে এমপির স্থায়ী তোরণ ও বিলবোর্ড সরাতে এমপিকে চিঠি দিয়েছেন পৌর মেয়র। প্রবা ফটো

সিরাজগঞ্জের বেলকুচিতে এমপির স্থায়ী তোরণ ও বিলবোর্ড সরাতে এমপিকে চিঠি দিয়েছেন পৌর মেয়র। প্রবা ফটো

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সড়কে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের তৈরি তোরণ ও ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র সাজ্জাদুল হক রেজা। আগামী ১৫ মের মধ্যে এগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ মে) সকালে মেয়র নোটিস পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

৩০ এপ্রিল বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা বেলকুচি-চৌহালী আসনের এমপি আব্দুল মমিন মণ্ডলকে এ নোটিস দেন। নোটিসের অনুলিপি জেলা প্রশাসক, এলজিইডিসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

সাজ্জাদুল হক রেজা বলেন বলেন, ’পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে সড়কে অবস্থিত এমপির তোরণসহ সকল প্রকার ব্যানার ও পোস্টার খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পৌর এলাকায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ’সড়কে তোরণসহ বিলবোর্ড লাগানোর কারণে পৌর বিধির চতুর্থ তফসিলের ১০৮ ধারা লঙ্ঘিত হয়েছে। আমরা জনসাধারণের জন্য কাজ করছি। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মমিন মণ্ডল ৪ বছর আগে বেলকুচি-এনায়েতপুর সড়কে আটটি স্থায়ী তোরণ স্থাপন করেন। যেগুলোতে বছরজুড়ে তার নিজের বিভিন্ন ব্যানার লাগানো থাকে। এতে মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধিকবার সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও তার কোনো সমাধান হয়নি। 

মেয়র সাজ্জাদুল হক রেজা তার পৌরসভার সীমানার মধ্যে অবস্থিত চারটি তোরণসহ বিলবোর্ড ও পোস্টার সরাতে এই নোটিস দেন। 

বিষয়টি সম্পর্কে জানতে সংসদ সদস্য আব্দুল মণ্ডলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে এমপির ব্যক্তিগত সহকারী সেলিম সরকার জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা