× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মে দিবসে মেয়র আরিফের শোডাউন, ইভিএমের সমালোচনা

সিলেট অফিস

প্রকাশ : ০১ মে ২০২৩ ১৯:৩০ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ২০:১৫ পিএম

মে দিবস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর শোডাউন। প্রবা ফটো

মে দিবস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর শোডাউন। প্রবা ফটো

মহান মে দিবস উপলক্ষে সিলেট নগরীতে বিশাল শোডাউন করলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় নির্বাচনে ইভিএম ব্যবহারের সমালোচনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য।

সোমবার (১ মে) দুপুরে নগরীতে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেন তিনি।

নগরীর রেজিস্টারি মাঠে মে দিবসের শোভাযাত্রার আগের সমাবেশের বক্তৃতায় সিটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আগামী ২০ মে চূড়ান্ত ঘোষণা দেবেন বলেও জানান মেয়র।

তিনি বলেন, ইভিএম দিয়ে নির্বাচিত প্রতিনিধিকে অনির্বাচিত করার সুযোগ রয়েছে। একই সঙ্গে নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত সরকারের প্রহসন। ইভিএম তাদের মেকানিজমের অন্যতম একটা বিষয়। ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিলেও, সে ভোট অন্য প্রার্থীর হয়ে যাবে।

সিলেট জাতীয়তাবাদী শ্রমিক দল ও সহযোগী বিভিন্ন সংগঠনের উদ্যোগে মে দিবসের শোডাউনে মেয়রের অনুসারীরা অংশ নেন। এতে বিএনপির জাতীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সালেহ আহমদ খসরু, মহানগর হকার্স দলের সভাপতি নুরুল ইসলা প্রমুখ অংশ নেন।

এদিকে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে নগরীতে মে দিবস উপলক্ষে আলাদা শোভাযাত্রা হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ অংশ নেন।

স্থানীয় বিএনপির রাজনীতিতে মেয়র আরিফ ও মুক্তাদির দুটি বলয়কে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমান সরকারের অধীনে বিএনপি সব নির্বাচন বয়কট করলেও মেয়র আরিফের ফের ভোটে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

মেয়র আরিফ নিজের শক্তিমত্তার জানান দিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন বলে অনেকে মনে করছেন।

আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে সিসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা