শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ২০:০২ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ২০:৩৩ পিএম
প্রতীকী ছবি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাড়ির পাশে জলাশয়ে লাফিয়ে গোসল করতে গিয়ে বুকে বাঁশের খুঁটি বিঁধে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইব্রাহিম ওরফে বাবু ওই এলাকার আফরোজ আলীর ছেলে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ’এ ঘটনায় ইব্রাহিমের বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।’
শিশুর বাবা বলেন, ‘বিকালে আমার ছেলে প্রতিবেশী ছেলে-মেয়েদের সঙ্গে বাড়ির পাশের একটি জলাশয়ে গোসল করতে যায়। এ সময় ইব্রাহিম পানিতে লাফিয়ে পড়লে সেখানে থাকা বাঁশের খুঁটি তার বুকে বিঁধে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।’