× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমবাগানে শিলার ক্ষত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৮:৫৪ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৯:০৩ পিএম

শিলাবৃষ্টিতে শিবগঞ্জ উপজেলায় ৯০০ হেক্টর জমিতে আমের ক্ষতি হয়। প্রবা ফটো

শিলাবৃষ্টিতে শিবগঞ্জ উপজেলায় ৯০০ হেক্টর জমিতে আমের ক্ষতি হয়। প্রবা ফটো

চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলায় শনিবার (২৯ এপ্রিল) বিকালে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে উপজেলায় হাজারের বেশি কৃষকের ৯০০ হেক্টর জমির আমের ক্ষতি হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এ ছাড়া অন্য আরও কয়েক রকম ফসলের ক্ষতি হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের তথ্যমতে, শনিবার বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর, দাইপুকুরিয়া, মোবারকপুর ও কানসাট ইউনিয়নে শিলাবৃষ্টি হয়। এতে ১ হাজার ২৩০ জন কৃষকের ৯০০ হেক্টর জমির আম নষ্ট হয়েছে। এ ছাড়া ১৩ হেক্টর জমিতে বোনা ১৩০ কৃষকের শাকসবজিসহ অন্য আরও ফসলের ক্ষতি হয়েছে। এদিন বিকালে জেলার গোমস্তাপুর ইউনিয়নে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলায় সেদিন গড়ে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

শাহবাজপুরের আমচাষি মাসুদ রানা বলেন, ’মুকুলে চোখ জুড়ালেও বৃষ্টির অভাবে আমের ফলন আশানুরূপ হয়নি। দীর্ঘদিন দাবদাহ থাকার ফলে বোটা শুকিয়ে আমের গুটিও ঝরে পড়ছিল। এমন পরিস্থিতিতে বিরূপ আবহাওয়া থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনা করেছিলাম। বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু শিলাবৃষ্টি। এতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। মাত্র ৩-৫ মিনিটের মধ্যে সব আম ঝরে পড়েছে, আর গাছের অনেক আমই শিলাতে নষ্ট হয়ে গেছে।’

গত বছর আমের ফলন কম হলেও লাভবান হয়েছিলেন বাগানিরা, সঙ্গে আমের ব্যবসাতেও দ্বিগুণ টাকা আয় করেছিলেন ব্যবসায়ীরা। লাভের টাকা দিয়ে এই বছর বাগান কিনে এমন বিরূপ আবহাওয়া দেখে অনেক ব্যবসায়ী হতাশ হয়েছেন। তাদেরই একজন জাকির হোসেন।

তিনি বলেন, ’পাতে (বাগানে থাকা গাছের মান বিবেচনায়) বাগান কিনেছিলাম। হিসেবমতোই বাগানের গাছগুলোতে অনেক মুকুল এসেছিল। কিন্তু অনাবৃষ্টি আর দাবদাহের কারণে আমের গুটি দেখে হতাশ হয়েছি। এরপরও যা হয়েছিল শনিবার বিকালে হওয়া শিলাবৃষ্টিতে সেগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে।’ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার বলেন, ’কয়েক দিনে জেলায় বৃষ্টির সঙ্গে সঙ্গে শিলাও পড়ছে। এতে কৃষকের ক্ষতি হচ্ছে। গত শনিবার বিকালে শিবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে, এতে গাছ থেকে অনেক আম ঝরে পড়েছে। এ ছাড়া গাছে থাকা আমগুলোতেও ক্ষত হয়েছে। কৃষকের এই দুঃসময়ে আমরা তাদের পাশে থেকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি।’

স্প্রে করলে গাছে থাকা আমগুলোতে শিলার ক্ষত প্রভাব ফেলতে পারবে না, এমনি আশার বাণী শুনিয়েছেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুল ইসলাম। তিনি বলেন, ’শিলাবৃষ্টির ফলে আমের অ্যানথ্রাকনোজ বা ক্ষতরোগ হয় এবং ক্ষতিকর পোকা আক্রমণ করে। এসব ক্ষতি নিরাময়ের জন্য স্পে করলে আমের কোনো ক্ষতি হবে না।’ 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই বছর ৩৭ হাজার ৫৮৮ হেক্টর জমিতে আম চাষাবাদ হচ্ছে। এসব জমিতে গাছ আছে ২৮ লাখ ২৬ হাজার ৬৪৮টি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা