× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন

ভোটার উপস্থিতি কম, অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১২:০০ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১৩:০২ পিএম

কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম, অলস সময় পার করছেন কর্মকর্তারা। প্রবা ফটো

কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম, অলস সময় পার করছেন কর্মকর্তারা। প্রবা ফটো

সকাল ১০টা। নগরীর চান্দগাঁওয়ের টেকবাজার হাজী কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারের সেই চিরচেনা লাইন নেই। নেই ভোটারের তেমন উপস্থিতি। ভোটারের চাপ না থাকায় একরকম অলস সময় কাটাচ্ছেন পোলিং এজেন্টরা।

প্রিসাইডিং অফিসার মোহাম্মদ ইফতেখার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর থেকে ১০টা পর্যন্ত ওই কেন্দ্রে ১১৩টি ভোট কাস্ট হয়েছে; যা মোট ভোটারের ২ দশমিক ৯০ শতাংশ।’

শুধু এই একটি কেন্দ্রই নয়, নগরীর চান্দগাঁও ও মোহরার অন্তত সাতটি কেন্দ্র ঘুরে একই অবস্থা দেখা গেছে। কোনো কেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি মেলেনি।

নগরীর চান্দগাঁও, মোহরা ও বোয়ালখালী উপজেলার কিছু অংশ নিয়ে চট্টগ্রাম-৮ সংসদীয় আসন গঠিত। গত ৫ ফেব্রুয়ারি ওই আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মারা যান। তার মৃত্যুতে আজ এ আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। সকাল ৮টায় ইভিএমের মাধ্যমে ১৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট শুরুর পর চান্দগাঁও, মোহরার হামিদিয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়, টেকবাজার হাজী কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল হেকমত ইন্টারন্যাশনাল স্কুল, সিডিএ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়সহ অধিকাংশ কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারের উপস্থিতি খুব একটা নেই। সকাল ১০টা পর্যন্ত এসব কেন্দ্রে ২ থেকে ৩ শতাংশের বেশি ভোট পড়েনি।

সকাল সাড়ে ৯টায় হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারের তেমন উপস্থিতি দেখা যায়নি। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শুভাশীষ দাশ জানান, কেন্দ্রে পুরুষ-মহিলা মিলে ২ হাজার ৫৮টি ভোট। সাড়ে ৯টা পর্যন্ত ৫৪টি ভোট কাস্ট হয়েছে।

মোহরার আল হেকমত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আশরাফুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ কেন্দ্রে ৪ হাজার একজন মহিলা ভোটার আছেন। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত মাত্র ৮৮টি ভোট কাস্ট হয়েছে।’

সিডিএ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাওয়েদ পাশা জানান, এ কেন্দ্রে ২ হাজার ৯২১ জন পুরুষ ভোটার আছেন। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৭৯টি; যা মোট ভোটারের মাত্র ২ দশমিক ৭০ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা