চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩ ১৩:৪৫ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ১৪:৩২ পিএম
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নারীসহ দুজন নিহত। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে এক শিশুসহ আরও ছয়জন।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হারিণখাইন মনসা হাসপাতাল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিদা আক্তার ও আব্দুল হামিদ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতরা হলেন আসিকা, ফোরকান উদ্দিন, মোহাম্মদ আরিফ, এনামুল হক, আবুল কালাম ও তিন বছর বয়সি ইকা মনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী নবীর ট্রাভেলস নামে আরেক বাসের সংঘর্ষ হয়। বাস দুটির গতি বেশি থাকায় একটি আরেকটিকে সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়ে রাস্তার দুই পাশে পড়ে যায়।
এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। পরে দুই বাসে থাকা এক শিশু, তিন নারীসহ আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎস দুজনকে মৃত ঘোষণা করেন।