× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশের উদ্যোগ

কিশোরগঞ্জে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ২০:০৬ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ২০:৩১ পিএম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশের পাঠক সংগঠন অদম্য বাংলাদেশের যৌথ আয়োজনে কিশোরগঞ্জে দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশের পাঠক সংগঠন অদম্য বাংলাদেশের যৌথ আয়োজনে কিশোরগঞ্জে দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশের পাঠক সংগঠন অদম্য বাংলাদেশের যৌথ আয়োজনে কিশোরগঞ্জে দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) কিশোরগঞ্জ ক্লাবের টেনিস গ্রাউন্ডে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ দিন জেলা শহরের সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র ২ শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, তেল, ডাল, দুধ, কিশমিশ ও সাবান বিতরণের মধ্য দিয়ে আসন্ন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক অন্য রকম আনন্দঘন অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ যোগদান করে মহতী অনুষ্ঠানকে স্বাগত জানান।

পবিত্র রমজানের ২৭তম দিনে অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ কমিটির সভাপতি বাদল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. দীন মোহাম্মদ, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) ডা. হুসনা বেগম, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক জাহাঙ্গীর আলম জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাছুমা খাতুন, নারীনেত্রী ফৌজিয়া জলিল ন্যান্সি, মাহফুজা পলক, অদম্যের সাধারণ সম্পাদক আসলামুল হক আসলাম, জহিরুল ইসলাম, ওমর ফারুক রাজীব, টুনটুন প্রমুখ। 

স্বাগত বক্তব্যে জাহাঙ্গীর আলম জাহান বলেন, ‘আল-খায়ের ফাউন্ডেশন প্রতিদিনের বাংলাদেশের পাঠক সংগঠন অদম্য বাংলাদেশেকে নিয়ে সব সময় দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই মহতী ও মানবিক উদ্যোগ।’ তিনি আল-খায়ের ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা জানিয়ে কিশোরগঞ্জসহ সারা দেশে এই ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ’চৈত্র মাসে এই এলাকায় অভাব-অনটন থাকে। আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশ চমৎকারভাবে দুস্থদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে। তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তা ছাড়া যারা এখানে উপহারসামগ্রী নিতে এসেছেন, তাদের মধ্যে এ বছর ঈদুল ফিতরের কোনো আনন্দ ছিল না। আজকে ঈদ উপহার নতুন পোশাক, ঈদের জন্য নানা খাবার পেয়ে তারা আনন্দিত, যা দেখে মনটাই ভালো হয়ে গেল। হয়তো একদিন তারা সচ্ছল হয়ে আর উপহারসামগ্রী নিতে আসবে না। যত দিন সমাজে দুস্থ থাকবে, তত দিন তাদের পাশে আমরা সবাই থাকব।’ তিনি আল-খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব বলেন, ’বাংলাদেশসহ ১৭৪টি দেশে আল-খায়ের ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। ২০১৬ সাল থেকে কিশোরগঞ্জে আল-খায়ের ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন। আল-খায়ের ফাউন্ডেশন মানবিক আবেদনে সব সময় দরিদ্র জনগণের পাশে আছে এবং থাকবে। ভবিষ্যতে আল-খায়ের ফাউন্ডেশন কিশোরগঞ্জে কাজের পরিধি আরও বৃদ্ধি করবে।’

ঈদ-সামগ্রীপ্রাপ্ত সদর উপজেলার কলাপাড়া গ্রামের মনোয়ারা বেগম ও আছমা বানু তাদের প্রতিক্রিয়ায় বলেন, ‘রোজার মধ্যে অভাবে থাইক্যা থাইক্যা ঈদের খুশি কারে কয় হেইডা ভুইল্লা গেছিলাম। আইজ ঈদ করনের কাপড়-চোপড় আর পোলাও চাইল, সেমাই-দুধ পাইয়্যা ঈদের খুশি টের পাইতাছি। যারা এইতা দিছে আল্লাহ হেরার ভালা করুক।’

সদরের রশিদাবাদ গ্রামের রুবল মিয়া, শোলাকিয়া এলাকার নূরজাহানসহ উপহারপ্রাপ্ত একাধিক নারী-পুরুষ তাদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ‘ম্যালা দিন পরে আইজ মনে অইতাছে আমরারও ঈদ আছে। এইবার পোলাপাইন লইয়া ভালা-মন্দ খাইতে পারবাম।’ 

অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ কমিটির সভাপতি বাদল রহমান বলেন, ‘অন্যকে দিতে পারার যে আনন্দ তা পৃথিবীতে বিরল। সেই বিরল আনন্দলাভের জন্য অদম্য বাংলাদেশ ও আল-খায়ের ফাউন্ডেশন দরিদ্রদের মুখে একটু হাসির ঝিলিক উপহার দিচ্ছে। এটি আমাদের সবার জন্যই নতুন এক শিক্ষা ও নতুন এক আনন্দ বয়ে এনেছে।’

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চলীয় ব্যুরো প্রধান সাইফুল হক মোল্লা দুলু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা