× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-বাংলাদেশে যাতায়াত ও ব্যবসা সহজ করতে কাজ চলছে : প্রণয় ভার্মা

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১২:৪৪ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৩:০০ পিএম

রাজশাহীতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রবা ফটো

রাজশাহীতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রবা ফটো

উভয় দেশের মানুষের যাতায়াত ও ব্যবসা সহজ করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় রাজশাহীতে অবস্থিত শহীদ চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন চালুর বিষয়ে তিনি বলেন, ‘উভয় দেশের মধ্যকার সুসম্পর্কের জন্য যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। উভয় দেশে জনগণের যাতায়াত ও ব্যবসা সহজ করতে আমরা কাজ করছি। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। উভয় দেশের মধ্যকার যোগাযোগ আরও উন্নত করতে একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সড়ক ও রেল পথের অবকাঠামো নিয়ে কাজ করা হচ্ছে। আমি মনে করি আপনারা উভয় দেশের মধ্যকার উদীয়মান আরও যোগাযোগব্যবস্থা দেখতে পাবেন।’

প্রণয় ভার্মা বলেন, শহীদ চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত। তিনি একজন মহান নেতা ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরাও সম্মানিত বোধ করছি।

ভারত এবং বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব মুক্তিযুদ্ধের সময় উভয় দেশের আত্মত্যাগ দ্বারা প্রতিষ্ঠিত। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় উভয় দেশের নাগরিকদের বলিদান আজও সহযোগিতা, অংশীদারি এবং সুসম্পর্কের অনুপ্রেরণার শক্তি হয়ে রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের হাইকমিশনার বলেন, ‘উভয় দেশের মানুষের মধ্যকার সম্পর্কটাই এখন আমাদের মধ্যকার সুসম্পর্কের মূল ভিত্তি। তারই ধারাবাহিকতায় গতকাল (রবিবার) আমরা কুষ্টিয়ায় একটি নতুন ভিসা সেন্টার চালু করেছি। যোগাযোগ ও উভয় দেশের জনগণের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে আরও কী কী করতে পারি তা দেখতে আমি এখানে এসেছি। আমার মূল উদ্দেশ্য থাকবে উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগের বিস্তার ঘটানো এবং এর মধ্য দিয়ে আমরা উভয় দেশের ত্যাগকে সম্মান করতে পারব। আমরা এ ঐতিহাসিক সম্পর্কের দ্বারাই পরিচালিত হব। আমি রাজশাহীতে আসতে পেরে গর্বিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা