× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান সৃষ্টি, মনোনয়ন পেয়ে বললেন লিটন

রাজশাহী অফিস

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৯:৩৩ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৯:৪৩ পিএম

দলীয় মনোনয়ন পাওয়ার পর শনিবার সংবাদ সম্মেলন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রবা ফটো

দলীয় মনোনয়ন পাওয়ার পর শনিবার সংবাদ সম্মেলন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রবা ফটো

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এবারও নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (১৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থী নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচা ও নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম লোটন অনুপস্থিত ছিলেন। তারা এই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন জমা দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে মেয়র লিটন বলেন, ‘বিগত সময়গুলোতে আমি অন্য অনেক কিছুই পেরেছি। শহরকে আলোকায়ন করা, প্রশস্ত সড়ক নির্মাণ, পরিচ্ছন্ন নগরী। কিন্তু এখন আমাদের প্রয়োজন হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। বিসিক-২ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে সেখানে আসে সে জন্য চেম্বার অব কমার্সের সঙ্গে কথা বলেছি। তাদেরকে বলা হয়েছে প্রকৃত উদ্যোক্তাদের বাছাই করতে। ক্ষুদ উদ্যোক্তাদের জন্য এসএমই ফাইন্ডেশনের মাধ্যমে ৫০ লাখ থেকে ২ কোটি টাকা বিনা সুদে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, ‘আম, লিচু, আলুসহ স্থানীয় সবজি প্রসেস করে নানা রকম খাদ্যসামগ্রী উৎপাদন করা হয়। সারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যায়। আমাদের লক্ষ্য থাকবে এই ধরনের ৫০ হাজার উদ্যোক্তা তৈরি করা। এছাড়া হাইটেক পার্ক চালু হয়েছে। যেখানেও কর্মসংস্থান হবে অনেক তরুণদের।’

সংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, ‘মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতকরা ৯৯ ভাগ নেতাকর্মীরা আমরা এখানে আছি। আমরা মহানগর আওয়ামী লীগ এক জায়গায় আছি। দলের দুয়েকজন যদি না আসে এতে আমাদের দলীয় প্রার্থীর কোনো ক্ষতি হবে না। আমরা কোনো প্রার্থীকে ভয় করি না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়েই মেয়র লিটনকে জয়ী করব।’

এ সময় মেয়র লিটন বলেন, ‘দলীয় মনোনয়ন পত্র দাখিল করার অধিকার দলের সবার আছে। এখন যখন কেন্দ্র সিদ্ধান্ত দিয়েই দিয়েছে। তখন আওয়ামী লীগের সেই সিদ্ধান্ত আওয়ামী লীগ থেকে না মানার কোনো সুযোগ নেই।’

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি স্থানীয় ও জাতীয় নির্বাচনে আসবে না বলে জানিয়ে দিয়েছে। তবে তারা নির্বাচনের আগে নানা কৌশল অবলম্বন করে।’

এর আগে মনোনয়নপ্রার্থী দলীয় অন্যান্য নেতাদের আয়নায় নিজের মুখ দেখার উপদেশ দেন বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি মনোনয়নপ্রার্থী নিজ দলের দুই নেতার সমালোচনা করে বলেন, ‘আমি বলছি না যে কারও মনোনয়ন চাওয়া উচিত না। কিন্তু আগে আয়নায় নিজের চেহারাটা দেখে নিয়েই কাজটি করা উচিত ছিল।’

শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে ১৬ জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার এক পর্যায়ে তিনি আসন্ন সিটি নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘আমি লিটন যদি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই বা আওয়ামী লীগের সভাপতি হতে চাই, তাহলে কি সেটা সাজবে? আমাকে নিজের ওজন বুঝতে হবে। নিজের ওজন না বুঝে তিড়িংবিড়িং করে মগডালে উঠে গিয়ে আমি সব পেয়েছি এমন ভাব করা ঠিক নয়।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের দিকে ইঙ্গিত করে লিটন বলেন, ‘এসব কাজ যারা দুর্বল চিত্তের থানা বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী আছেন তাদের ওপর প্রভাব ফেলে। তাদেরকে আমার আবার ঠিক করতে হবে। এসব প্রয়োজন হতো না, যদি দলের একটি গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে তিনি এমন কাজ না করতেন।’

আরেক মনোনয়নপ্রার্থী তার চাচা নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম লোটনকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমার এক নিকটাত্মীয়ও একই কাজ করেছেন। তার মাথায় কামড় উঠল কেন আমি জানি না। আমি শুধু জানি যে, নিজ পাড়াতেই তার নিজের অবস্থান কতটুকু আছে তা তিনি নিজেই ভালো বলতে পারবেন।’

এ সময় লিটন বলেন, ‘বেঁচে থাকলে আগামীতে আর মেয়র ইলেকশন করব না। জাতীয় পর্যায়ে নির্বাচনের ইচ্ছা আছে। নেত্রীর নির্দেশে মেয়র ইলেকশন করছি।’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলীসহ অনেকে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা