× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইফতার মাহফিলে নাশকতার পরিকল্পনা করছে বিএনপি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ২০:৪৩ পিএম

নারায়ণগঞ্জ সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ অনুষ্ঠানে শামীম ওসমান বক্তব্য রাখেন। প্রবা ফটো

নারায়ণগঞ্জ সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ অনুষ্ঠানে শামীম ওসমান বক্তব্য রাখেন। প্রবা ফটো

বিএনপি  ইফতার মাহফিলে নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেন, ‘বিএনপি ২০০১ সালে ১৬ জুনে যেভাবে বোমা হামলা করেছিল ঠিক একইভাবে ঢাকায় ইফতার মাহফিলে হামলা করার পরিকল্পনা করছে। কিন্তু এর দায়ভার সরকারপ্রধান শেখ হাসিনা ও আমার ওপর ফেলার পরিকল্পনা করছে বিএনপির নেতারা।’

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সদরে এক অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন।

শামীম ওসমান বলেন, ‘বিএনপির বিভাগীয় ইফতার মাহফিল হবে মহাসড়কের পাশে বা উন্মুক্ত স্থানে, সেই গলির ভেতরে কেন বিভাগীয় সমাবেশ? খবর এসেছে আমাদের ওপর যেভাবে আরডিএক্স হামলা হয়েছিল, ঠিক সেভাবেই বিএনপির যুবদলের বিভাগীয় ইফতার মাহফিলে বড় ধরনের নাশকতার মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে রাজনীতির মাঠকে উত্তপ্ত করার পরিকল্পনা করছে বিএনপি।’

এ প্রসঙ্গে একটি উদাহরণ টেনে সামনে আনেন তিনি। বলেন, ‘বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে রিফাত তার সহযোগীদের নিয়ে তার বাবার প্রতিদ্বন্দী বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে হত্যার পরিকল্পনা করে। ঢাকার পল্টনে তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করা হয় কিন্তু ভাগ্যক্রমে  তিনি বেঁচে যান। ওই ঘটনায় তিনি যদি মারা যেতেন তবে এর দায় আমার ওপর দেওয়া হতো। বিএনপির ওই নেতা এক ঢিলে দুই পাখি শিকারের পরিকল্পনা করেছিলেন। গতকাল ওই মামলায় পুলিশ তার ছেলে ও স্থানীয় কাউন্সিলরসহ মোট সাতজনকে জড়িত থাকার অভিযোগে চার্জশিট দিয়েছে।’

সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘বিএনপি নারায়ণগঞ্জে একাধিক প্রোগ্রাম করেছে আমরা কোথাও বাধা দেইনি। চাষাঢ়ায় বড় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানেও হামলার পরিকল্পনা করা হয়। আমি বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হই। আমার উপস্থিতি টের পেয়ে সেখান থেকে তরিঘড়ি করে অনুষ্ঠান শেষ করে তারা পালিয়ে যায়। কারণ আমরা হামলার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, আল্লাহ যদি চায় এবং জনগণ যদি আমাদের চায় তবে ক্ষমতায় আসবো, নয়তো না।’

বিএনপির নেতাদের হুশিঁয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাদের ওপর অনেক অত্যাচার করা হয়েছিল, আমরা কারও ওপর প্রতিশোধ নেইনি। আপনারা কী করছেন এবং কী করতে চাচ্ছেন তার খবর সরকারও যেমন রাখে ঠিক শামীম ওসমানও তেমন রাখে। তাই সাবধান হোন, ভাবিষ্যতে আর ছাড় দেওয়া হবে না। রাজনীতি করেন, আমাকে গালি দেন, কোনো আপত্তি নাই। কিন্তু মানুষের জীবন নিয়ে খেলবেন না।’ 

শিক্ষার্থীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমরা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি। এই প্রজেক্টগুলো হয়ে গেলে তোমাদের আর ঢাকায় যেতে হবে না। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড হবে এই লিংকরোড। ঈদের পর এই রোডের কাজ শেষ হবে। এই রাস্তার পাশেই বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। এই রোডের পাশেই আমরা পাঁচশত শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ করব। এর অপর পাশেই আমরা পলিটেকনিক ইনস্টিটিউট করব। পাশেই শেখ কামাল আইটি ইনস্টিটিউট করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা