× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে জঙ্গিদের অর্থায়ন হচ্ছে : এটিইউ প্রধান

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৬:৩০ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১৬:৪৯ পিএম

রাজশাহীতে একটি কর্মশালা শেষে এটিইউপ্রধান ও অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন। প্রবা ফটো

রাজশাহীতে একটি কর্মশালা শেষে এটিইউপ্রধান ও অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন। প্রবা ফটো

দেশের ভেতরের পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে জঙ্গিদের অর্থায়ন করা হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান ও অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন। 

‘জঙ্গিবাদ দমনে বিট ও কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা ও কৌশল’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় রাজশাহী নগরীর হোটেলে আয়োজিত ওই কর্মশালার প্রধান অতিথি ছিলেন এসএম রুহুল আমিন।

তিনি বলেন, ‘জঙ্গিবাদে অর্থায়ন চিহ্নিতের বিষয় নিয়ে আমরা কাজ করছি। আমরা দেখেছি, দেশের ভেতর থেকে সামান্য অর্থায়ন হচ্ছে। তবে ইউরোপ ও মিডলইস্ট কান্ট্রিগুলো থেকে জঙ্গিদের বেশি অর্থায়ন করা হচ্ছে।’

মানি লন্ডারিং নিয়ে যাতে এটিইউ কাজ করতে পারে সেজন্য আইনটি সংশোধনের প্রয়োজন বলে জানান তিনি। 

এটিইউপ্রধান বলেন, ‘আইন অনুসারে, সিআইডির অ্যান্টি মানি লন্ডারিং ইউনিট এটি নিয়ে কাজ করে। আমরা আইনটি সংশোধনের চেষ্টা করছি; যাতে টেররিজম নিয়ে যেসব সংস্থা কাজ করে, তাদেরকেও এই ক্ষমতা দেওয়া হয়। তারাও যাতে মানি লন্ডারিং নিয়ে কাজ করতে পারে।’

জঙ্গিসংশ্লিষ্ট মামলায় দুর্বল চার্জশিট দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে রুহুল আমিন বলেন, ‘চার্জশিট দেওয়ার জন্য যে যে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন, তা দিয়েই চার্জশিট দেওয়া হচ্ছে।’ 

জঙ্গিবাদ দমন নিয়ে কখনোই তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই বলে জানান তিনি। 

অতিরিক্ত আইজিপি রুহুল আমিন বলেন, ‘জঙ্গিরা চাইছে সংগঠিত হতে। আমরাও (আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা) বসে নেই। আমাদের কাছে যে তথ্য আছে, তাতে জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠীরা বাংলাদেশে সংগঠিত আকারে নেই। তবে তারা অনলাইন প্ল্যাটফর্মে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে কাজ করছে। জঙ্গিবাদ নজরদারিতে রাখতে আমরা সাইবার প্যাট্রোলিং করছি।’

আগামী নির্বাচনের আগে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা। সেই সুযোগ তারা যেন নিতে না পারে সে বিষয়ে পুলিশসহ বিভিন্ন ইউনিট কাজ করছে বলে জানান এটিইউর প্রধান রুহুল আমিন। 

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান। 

কর্মশালায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ ও জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। সমাজের বিভিন্ন সমস্যা ও অপরাধ রোধে জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলা সম্ভব হচ্ছে। বিপথগামী তরুণদের চিহ্নিত করে তাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব হচ্ছে। 

তৃণমূলে জনগণের সঙ্গ নিয়ে বিট পুলিশিং কর্মকর্তারা জঙ্গিবাদ সন্ত্রাস মোকাবিলা করছে বলে জানান তারা। 

কর্মশালায় রাজশাহী মহানগর ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা