× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৯:২৮ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১৯:৫৪ পিএম

নওগাঁয় ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে উপস্থিত অতিথিরা। প্রবা ফটো

নওগাঁয় ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে উপস্থিত অতিথিরা। প্রবা ফটো

নওগাঁয় ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) বিকালে সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক রেজওয়ান আহসান।

নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, নামাজগড় মাদ্রাসার মুফাচ্ছির আলহাজ আয়ুব হোসেন প্রমুখ।

মূল প্রবন্ধে বলা হয়, সঠিকভাবে জাকাত প্রদান করলে ধনী ও গরিবের মধ্যে ব্যবধান অনেকাংশে কমে যাবে। এতে বৈষম্য দূর হওয়ার পাশাপাশি সাম্যতা ফিরবে। তাই বিত্তবানদের জাকাত প্রদানে এগিয়ে আসতে হবে। 

সেমিনারে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা