× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে দুই সংগঠনের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৯:৪৮ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২০:৪০ পিএম

স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল প্রসঙ্গে খাগড়াছড়ি জেলা বিএনপির সংবাদ সম্মেলন। প্রবা ফটো

স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল প্রসঙ্গে খাগড়াছড়ি জেলা বিএনপির সংবাদ সম্মেলন। প্রবা ফটো

খাগড়াছড়িতে একই স্থানে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক লীগের ইফতার কর্মসূচি ঘিরে শনিবার (৮ এপ্রিল) ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেন। আদেশে বলা হয়, জেলা পুলিশের প্রতিবেদনে শনিবার পৌর বাস টার্মিনাল এলাকায় জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ এবং তৎসংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলের আয়োজনের তথ্য জানানো হয়। একই স্থানে দুই সংগঠনের কর্মসূচিতে যেন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সেজন্য শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর বাস টার্মিনাল ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো।

এর আগে সকালে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় ইফতার মাহফিলের জন্য জেলা প্রশাসন ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন করেও অনুমতি মেলেনি বলে অভিযোগ করেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। শহরের কলাবাগান এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ’শনিবার খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক জেলা সহসভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতারা অংশ নেবেন।’

তিনি অভিযোগ করে বলেন, ’আমরা ইফতার ও দোয়া মাহফিল করার জন্য ইতোমধ্যে ২৮ মার্চ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, আউটার স্টেডিয়াম মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং সর্বশেষ খাগড়াছড়ি বিসিক শিল্পনগরী মাঠ চেয়ে জেলা প্রশাসক ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন করেছি। কিন্তু অনুমতি মেলেনি।’

তিনি বলেন, ’ইফতার একটি ধর্মীয় অনুষ্ঠান। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। দেশের বিভিন্ন জায়গায় এমন অনুষ্ঠান হচ্ছে এবং প্রশাসন অনুমতি দিচ্ছে। কিন্তু খাগড়াছড়িতে স্থানের অনুমতি দিতে প্রশাসনের বিভিন্ন গড়িমসি ও টালবাহানা একটি স্বাধীন দেশের গণতন্ত্রেও পরিপন্থি। এজন্য আমরা নিজেদের মালিকানাধীন বাস টার্মিনালসংলগ্ন মাঠে ইফতার মাহফিল করার প্রস্তুতি গ্রহণ করেছি।’

এ সময় তিনি উল্লেখিত স্থানে শান্তিপূর্ণভাবে ইফতার মাহফিল করার লক্ষ্যে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা