× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি রক্ষায় কাফনের কাপড় পরে অনশনের হুমকি

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৮:২০ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১৯:০৬ পিএম

পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী সৈয়দা আনোয়ারা বেগম। প্রবা ফটো

পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী সৈয়দা আনোয়ারা বেগম। প্রবা ফটো

পঞ্চগড়ে সৈয়দা আনোয়ারা বেগম নামে এক নারী ও তার দুই এতিম সন্তানের জমি দখল করে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল স্থাপন করার অভিযোগ করেছেন। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। 

লিখিত বক্তব্যে সৈয়দা আনোয়ারা বেগম বলেন, ‘পঞ্চগড় সদর উপজেলার দারিয়াপাড়া এলাকায় তার প্রয়াত স্বামীর কেনা ১ একর ২০ শতক জমি ভোগদখল করে আসছিলেন। এর মধ্যে ৫০ শতক জমি এক পুলিশ কর্মকর্তার কাছে বিক্রি করা হয়। বাকি ৭০ শতক জমি ওই এলাকার আলম হোসেন নামে এক চাষিকে বর্গা দেওয়া হয়। ২০২২ সালের ১২ জুন জাহাঙ্গীর আলম রানা নামের এক ব্যক্তি নর্থ পয়েন্ট মেডিকেল কলেজের পরিচালক পরিচয় দিয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জমিটি দখল করে টিনের বেড়া দিয়ে মাটি ভরাট করতে থাকে। এ সময় ওই বর্গাচাষি ও তিনি বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে আদালতে ওই জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে নিষেধাজ্ঞার আদেশ দেন।’ 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ’কিছু দিন চুপচাপ থাকার পর ১৭ ফেব্রুয়ারি পুনরায় মাটি ভরাট শুরু করে। এ সময় বাধা দিতে গেলে ছোট বোন মরিয়ম ইয়াসমিন সেলিকে মারধর করতে উদ্যত হয় তাদের লোকজন। একপর্যায়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরদিন পঞ্চগড় সদর থানায় মামলা করেন তারা।’ স্বামীর মৃত্যুর পর সৈয়দা আনোয়ারা বেগম যশোরে তার বাবার বাড়িতে থাকার সুযোগে নিষেধাজ্ঞার পরও তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এমনকি ওই জমির ওপরেই নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন করা হচ্ছে শনিবার। 

সংবাদ সম্মেলনে এতিমের জমি রক্ষার জন্য সকলের সহযোগিতা কামনা করে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন সৈয়দা আনোয়ারা বেগম। তিনি বলেন, ’আমার দুই সন্তান এতিম। তাদের বাবার কেনা জমি ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে মেডিকেল কলেজ স্থাপন করছে। কিছুই করতে পারছি না। তারা আমাদের সমঝোতার আশ্বাস দিলেও সমঝোতায় বসেনি। শনিবার জমি রক্ষার দাবিতে ওই মেডিকেল কলেজের সামনে কাফনের কাপড় পরে অনশন শুরু করব। জমি ফেরত না পাওয়া পর্যন্ত মরণ হলেও সেখান থেকে উঠব না।’ 

মরিয়ম ইয়াসমিন সেলি বলেন, ’তারা অন্যায়ভাবে আমার বোনের জমি দখল করে আছে। তারা যদি ন্যায্যমূল্যে জমি কিনতে চায়, বিক্রি করতেও রাজি আছি। কিন্তু তারা জমি কিনেও নিচ্ছে না, দখলও ছাড়ছে না। এর মধ্যেই তারা মেডিকেল কলেজের কাজ শুরু করছে। আমরা চাই অন্তত এই এতিম পরিবারটি যেন ন্যায়বিচার পায়।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম রানা বলেন, ‘আমাদের মেডিকেল কলেজটি ৩২ একর জমির মধ্যে হচ্ছে। এখানে ওই নারীর কোনো জমি নেই। তারপরও তারা আদালতে মামলা করেছে। এ বিষয়ে আদালত রায় দেবে। জমিতে নিষেধাজ্ঞার কোনো কাগজ আমরা পাইনি।’  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা