× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইফতার নিয়ে বাড়ি ফেরা হলো না কফুরন বেওয়ার

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৯:৪১ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ২০:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লালমনিরহাটে ইফতার নিয়ে বাড়ি ফেরার সেময় ট্রেনের ধাক্কায় কফুরন বেওয়া নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার মৃত শহর উদ্দিনের স্ত্রী।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন। 

বাউরা ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় সাংবাদিক মামুন হোসেন সরকার বলেন, ‘স্থানীয় যুবকদের তৈরি ‘প্রাণের আলো’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দেওয়া ইফতার নিয়ে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন কফুরন বেওয়া। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশনগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে জিআরপি পুলিশকে জানানো হয়েছে।’

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাষ্টার নুর আলম বলেন, ‘বিকালের দিকে আন্তঃনগর করতোয়া ৭১৩ নম্বর ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধার নিহতের ঘটনা শুনেছি। ওই এলাকায় লালমনিরহাট জিআরপি পুলিশ আসছে। এ ঘটনাটি ডিআরএমকে জানানো হয়েছে।’

পাটগ্রাম থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি লালমনিরহাট জিআরপি থানার ওসিকে অবগত করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা