× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে বেলজিয়ামের রাষ্ট্রদূত

শিপ বিল্ডিংয়ে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৯:৫৪ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ২০:০৯ পিএম

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা। প্রবা ফটো

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা। প্রবা ফটো

বাংলাদেশে শিপ রিসাইক্লিং ও শিপ বিল্ডিং সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে বেলজিয়ামের ভালো সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ও বাংলাদেশে মিশন প্রধানের দায়িত্ব পালনকারী বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যানডার হেসেল্ট।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

ভ্যানডার হেসেল্ট বলেন, ‘বেলজিয়াম ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ত্বরান্বিত করার উদ্দেশ্যে চট্টগ্রামে আমাদের এই সফর। এখানে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সঙ্গে আলোচনা হবে। যার মাধ্যমে দুদেশের মধ্যে কীভাবে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানো যায়, তা দেখব।’

বাংলাদেশ থেকে প্রায় এক বিলিয়ন ডলার তৈরি পোশাক বেলজিয়ামে রপ্তানি হয়। এই রপ্তানি আরও বৃদ্ধির লক্ষ্যে পণ্য বৈচিত্র্যকরণের ওপর গুরুত্ব দিতে হবে বলে জানান ভ্যানডার হেসেল্ট। এ সময় তিনি বাংলাদেশে বেলজিয়ামের দূতাবাস না থাকলেও ঢাকার সুইডেন দূতাবাসের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সহজীকরণে আশ্বস্ত করেন।

সভায় চেম্বার সিনিয়র সহসভাপতি তরফদার রুহুল আমিন, ওয়ালোনিয়ার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার গোয়ালিয়াম ডি বাসুমপিয়েরে, ফ্ল্যান্ডার্সর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার বাবেতে ডেসফজ, চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অঞ্জন শেখর দাশ বক্তব্য দেন। এ সময় চেম্বার পরিচালক অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. ওমর ফারুক, মোহাম্মদ নাসিরুল আলম ফাহিম, প্রাক্তন সিনিয়র সহসভাপতি ওমর হাজ্জাজ, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ ও রিলায়েন্স এসেট্স্ অ্যান্ড ডেভেলপমেন্টস (বিডি) লিমিটেডের পরিচালক ওমর মুক্তাদিরসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা