× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৬:৫৫ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৭:২৬ পিএম

দেশি পেঁয়াজ। প্রবা ফটো

দেশি পেঁয়াজ। প্রবা ফটো

ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাজার দখল করে নিয়েছে দেশি পেঁয়াজ। এতে দাম কমছে কেজিতে ১৫ টাকা। দুই সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। যা বর্তমানে বিক্রি হচ্ছে ৩০ টাকা প্রতি কেজি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে হিলি স্থলবন্দরের বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

রমজানের শুরুর আগেই সরকার পেঁয়াজ আমদানির আইপি বন্ধ করে দেওয়ায় পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বৃদ্ধি পেয়ে ৪৫ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। দেশি পেঁয়াজ বাজারে পর্যাপ্ত সরবরাহ হওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। হিলিতে খুচরা বাজারে কেজিতে ১৫ টাকা দাম কমে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা। আর পাইকারি বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮ টাকা কেজি। এদিকে বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় পেঁয়াজ তেমন নেই। 

খুচরা পেঁয়াজ বিক্রেতা রুবেল বলেন, ‘কয়েক দিন ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে পাইকারি আড়তগুলোতে ভারতীয় পেঁয়াজের সরবরাহ নেই। দেশি পেঁয়াজ দখল করেছে ভারতীয় পেঁয়াজের বাজার। সাত দিনের ব্যবধানে কেজিতে ১৫ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। আমরা পাইকারি কিনতেছি ২৭ থেকে ২৮ টাকা কেজি। আর খুচরা বিক্রি করছি দেশীয় পেঁয়াজ ৩০ টাকা কেজিতে।'

স্থানীয় পেঁয়াজের পাইকারি আড়তদাররা জানান, সরকার দেশি পেঁয়াজ চাষিদের কথা চিন্তা করে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। রমজান মাসে পেঁয়াজ বেশি প্রয়োজন হয়। এসময় আমদানি বন্ধ করায় দাম বাড়ার আশংকা থাকলেও দেশি পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ রয়েছে ও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম দিন দিন কমেছে।

হাকিমপুর কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, ‘এই উপজেলায় পেঁয়াজের আবাদ তুলনামূলক কম হয়। তবে চলতি রবি মৌসুমে একটি পৌরসভাসহ তিনটি ইউনিয়নে ৪৬ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে।’

গত ১৬ মার্চের পর এ বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা