× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে বন কর্মকর্তা ও রক্ষীদের ওপর হামলার ঘটনায় মামলা

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৬:০৩ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৬:৫৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সুন্দরবনে বন কর্মকর্তা ও রক্ষীদের ওপর জেলেদের হামলার ঘটনায় ২১ জনের নামে মামলা করেছে বনবিভাগ। বুধবার জেলেদের হামলায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাহবুব হাসান, স্টেশন অফিসার খলিলুর রহমান, বোটম্যান শেখ মোতালেব, মো. তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার ও স্পিড বোট ড্রাইভার মঞ্জু রানা আহত হন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে মোংলা থানায় হত্যার উদ্দেশ্যে ও সরকারি কাজে বাধা দেওয়াসহ একাধিক ধারায় এ মামলা করেন চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার ওবায়দুর রহমান।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিষিদ্ধ এলাকায় জেলেদের মাছ শিকার বন্ধে অভিযান চালালে জেলেরা বন কর্মকর্তা ও রক্ষীদের ওপর হামলা করে। এ ঘটনায় ২১ জনকে আসামি করে হত্যার উদ্দেশ্যে ও সরকারি কাজে বাধাদেওয়াসহ একাধিক ধারায় বৃহস্পতিবার দুপুরে মোংলা থানায় মামলা করা হয়েছে। জেলেদের ধরতে কোস্টগার্ড ও নৌ পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে আটক করা যায়নি। কারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করা গেছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বলেন, ‘বুধবার বিকালে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্যে (নিষিদ্ধ) এলাকায় মাছ শিকার করছিলেন একদল অসাধু জেলে। খবর পেয়ে অভিযানে যাই আমরা। নিষিদ্ধ এলাকা থেকে জেলেদের চলে যেতে বললে চড়াও হন জেলেরা। একপর্যায়ে নৌকায় থাকা বৈঠা ও দা দিয়ে বন কর্মকর্তাদের ওপর হামলা করে তারা। আত্মরক্ষার্থে বনরক্ষীরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে জেলেরা পালিয়ে যায়।’

তিনি বলেন ‘হামলার ঘটনায়র মোংলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের ২১ জনকে আসামি করে বৃহস্পতিবার মামলা হয়েছে। আসামিরা হচ্ছেন- নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ, মো. শহিদ, জাহাঙ্গীর খাঁ, রিয়াজুল খাঁ, জাকির শেখ, মো. সোহাগ, ইমরান শেখ, বাহারুল খাঁ, সুলতান শেখ, মিরাজ শেখ, মিলন শেখ, সোহেল খাঁ, সুমন শেখ ও মিরাজুল খাঁ। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা