× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণ ছিনতাই করে পালানোর সময় দুই যুবক আটক

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৫:০১ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৫:১৬ পিএম

স্বর্ণ ছিনতাই করে পালানোর সময় আটক দুই যুবক। প্রবা ফটো

স্বর্ণ ছিনতাই করে পালানোর সময় আটক দুই যুবক। প্রবা ফটো

মাদারীপুরের রাজৈরে নারীর গলার সোনার চেইন ও কানের দুল ছিনতাই করে পালানোর সময় দুই যুবককে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (২৯ মার্চ) বিকালে উপজেলার টেকেরহাট বন্দরের পাঁচতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ওই দুই যুবকের নাম মো. খলিল মুনশি ও মো. লিটন হোসেন। তারা নারায়ণঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার বাসিন্দা।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই দুই যুবক বিভিন্ন জেলায় ঘুরে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে প্রতারণা করে। তাদের মূল লক্ষ্য নারীরা। বিভিন্ন কৌশল অবলম্বন করে সোনা, টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, ‘পিটুনি শিকার দুজনকে চিকিৎসা শেষে আজ থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।’

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘আমার চোখের সামনে লবণের প্যাকেট ধরার পরেই আমি অনেকটা অচেতন হয়ে পড়ি। ওরা যা চায় আমি তাই ওদের হাতে দেই। স্থানীয়রা বিষয়টি দেখে ওদের ধরে ফেলে। বাজারের ব্যবসায়ীদের কারণেই আমার মূল্যবান জিনিসপত্র কেড়ে নিতে পারে নাই।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে এক নারী টেকেরহাট বন্দরের একটি মার্কেটে কেনাকাটা করতে যান। এ সময় তার পিছু নেন খলিল ও লিটন। তারা দুজন ওই নারীর চোখের সামনে লবণে প্যাকেট ধরে অভিনব কায়দায় কানের দুল ও গলার চেইন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীরা বুঝতে পেরে ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কথায় গড়মিল দেখে তারা দুজনকে ধরে পিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশের হাতে ওই দুই যুবককে তুলে দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা