× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইলেকট্রিক মোটরের ঘোষণায় ১৩ হাজার কেজি গুঁড়া দুধ আমদানি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ০১:০৫ এএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১১:০৮ এএম

দুবাই থেকে ইলেকট্রিক মোটরের ঘোষণায় প্রায় ১৪ টন গুঁড়া দুধ আমদানি করেছে ঢাকার নবাবপুরের আমদানিকারক পদ্মা সেফটি প্রোডাক্টস। প্রবা ফটো

দুবাই থেকে ইলেকট্রিক মোটরের ঘোষণায় প্রায় ১৪ টন গুঁড়া দুধ আমদানি করেছে ঢাকার নবাবপুরের আমদানিকারক পদ্মা সেফটি প্রোডাক্টস। প্রবা ফটো

দুবাই থেকে ইলেকট্রিক মোটরের ঘোষণায় প্রায় ১৪ টন গুঁড়া দুধ আমদানি করেছে ঢাকার নবাবপুরের আমদানিকারক পদ্মা সেফটি প্রোডাক্টস। মঙ্গলবার (২৮ মার্চ) চালানটির কায়িক পরীক্ষা শেষে প্রায় ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়ায় তা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমসসূত্রে জানা যায়, ১৩ মার্চ দুবাই থেকে চালানটি চট্টগ্রাম বন্দরে অবতরণ করলেও তা খালাসের কোনো উদ্যোগ নেননি আমদানিকারক। পণ্য চালানের ধরন ও অসামঞ্জস্য তথ্যের কারণে তা নজরদারিতে রাখে কাস্টমস। মঙ্গলবার চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করে ১৩ হাজার ৫৩০ কেজি নিডো ব্র্র্যান্ডের গুঁড়া দুধ পাওয়া যায়।

নিয়ম অনুযায়ী, ঘোষিত ইলেকট্রিক মোটরের শুল্কহার মাত্র ২৬ দশমিক ২০ শতাংশ হলেও গুঁড়া দুধের শুল্ক হার ৮৯ দশমিক ৩২ শতাংশ।

কাস্টমসের ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, চালানটি খালাস হলে সরকার প্রায় ৫৫ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হতো।

মিথ্যা ঘোষণায় রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা