× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ২০:১৪ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ২০:৫০ পিএম

পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও বাগেরহাটের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। ভেজাল ঔষধ ও নকল প্রসাধনী বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রয়মূল্য তালিকা প্রদর্শন না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের আটি বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন, নারায়ণগঞ্জের কালির বাজারে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বাগেরহাট শহরের প্রধান মাছ, গোশত, সবজি, চাল ও ফলের বাজারে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন করেন। চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড়ের ভিআইপি টাওয়ার ও জিইসি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, বিএসটিআই এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর।  

কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পাঁচ দোকানিকে সতর্ক করে ১৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।’ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম বলেন, ’চারার গোপ ফলের আড়তে পণ্যের মূল্যতালিকা যথাযথ না থাকায় এবং কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় একটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়, যা অপরাধ। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়।

’বাজার পরিদর্শন করে যেসব পণ্যের দামের সঙ্গে অসঙ্গতি ছিল, সেসব ব্যবসায়ীদের সতর্ক এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘৭২০ টাকা কেজি মূল্যে গরুর গোশত, ২২০ টাকায় ব্রয়লার মুরগি, ৩৩০ টাকা কেজিতে সোনালি মুরগি বিক্রির নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বেগুন, কুমড়া, লাউ, করলা, পুঁইশাকসহ বিভিন্ন সবজি সর্বনিম্ন মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ীদের।’

চট্টগ্রামে ভেজাল ওষুধের দোকানে অভিযান নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘ভ্যারাইটিজ ইউনানী দাওয়াখানা নামের একটি প্রতিষ্ঠানে ডায়াবেটিস, পাইলস, সিফিলিস, গনোরিয়া রোগের ওষুধসহ বিভিন্ন প্রকার মলম ও ব্যথানাশক তেল জব্দ করা হয়। এসব ওষুধ তৈরির কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এ ছাড়া দোকানটিতে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে মধু বিক্রি করতে দেখা যায়। দোকানটি থেকে প্রায় ২ লাখ টাকার এসব অবৈধ মালামাল জব্দ করে দোকান মালিককে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

তিনি বলেন, ‘নগরীর জিইসি মোড়ের কিউপিএস মডেল ফার্মেসিতে ফার্মাসিস্ট না থাকা, শুল্ক ফাঁকি দেওয়া ও নকল প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা