× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বার্থান্বেষীরা নতুন কারিকুলামের বিরোধিতা করছে : শিক্ষামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ০০:১২ এএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ১০:৩৭ এএম

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে পাঁচ দিনের কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে পাঁচ দিনের কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

স্বার্থহানির আশঙ্কায় অনেকেই নতুন কারিকুলামের বিরোধিতা করছেন বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেছেন, ‘বিরোধী রাজনৈতিক দল, কিছু ধর্মীয় দল, কোচিং ব্যবসায় জড়িতরা, নোট-গাইড বই ব্যবসায় জড়িতরা এবং কিছু শিক্ষক যারা কোচিং করান তারা নিজেদের স্বার্থহানির আশঙ্কায় নতুন কারিকুলামের বিরোধিতা করছেন।’

সোমবার (২৭ মার্চ) আশুলিয়ায় ব্র্যাক সিডিএম সেন্টারে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে পাঁচ দিনের কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মশালা চলবে ৩১ মার্চ পর্যন্ত। শিক্ষামন্ত্রী বলেন, ২০০ বছর ধরে আমরা প্রশ্ন ও উত্তর প্রদান নির্ভর শিক্ষাব্যবস্থায় অভ্যস্ত ছিলাম। যার ফলে মুখস্থবিদ্যার প্রচলন হয়েছে। মুখস্থবিদ্যা মনে থাকে না। আমাদের শিক্ষাকে আনন্দময় করা এবং শিক্ষার্থীদের ভাবতে শেখানো, বিশ্লেষণ করতে শেখানো এসব নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হবে। শিক্ষার্থীরা এ ব্যবস্থায় ভীষণ খুশি। শিক্ষকদের একটা বড় সংখ্যা খুশি।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফাহাদুল ইসলাম, ড. জাফর ইকবাল, আবুল মোমেন, ড. স্বরোচিষ সরকার, ড. নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট লেখকবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা