চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৫:৩৬ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৫:৫৯ পিএম
ডাকাতিয়া নদীতে ডুবে যাওয়া ড্রেজার। প্রবা ফটো
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজের নিচে ডাকাতিয়া নদীতে ড্রেজার মেশিনের ট্রলার ডুবে জিহাদ হোসেন নামের এক কিশোর শ্রমিক মারা গেছেন।
রবিবার (২৬ মার্চ) ভোরে ড্রেজারটি নদীর পাড়ে এনে ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
জিহাদ হোসেন লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের আবু সাঈদের ছেলে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন।
মেসার্স নির্মাণ ট্রেডার্সের কর্মচারী মো. হাবিব জানান, রাতে ড্রেজারে পানি ঢুকে নদীতে ডুবে যায়। ওই সময় জিহাদ ঘুমে ছিল। ভোররাতে তার বাবা আবু সাঈদ ফোন করে তাকে পায়নি। সকালে ঘটনাস্থলে এসে ডোবানো অবস্থায় ড্রেজারটি দেখতে পায়। পরে অন্য শ্রমিকদের সহযোগিতায় ড্রেজারটি নদীর পাড়ে এনে ভেতর থেকে জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, জিহাদ তার মামা কামরুল ইসলামের সঙ্গে মেসার্স নির্মাণ ট্রেডার্সে শ্রমিকের কাজে যোগ দেয়। ওই প্রতিষ্ঠানের মালিক মিলন চৌধুরী।
ওসি জোবায়ের সৈয়দ বলেন, ’জিহাদের বাবা এসে মৃতদেহ নিয়ে গেছেন। পরিবার থেকে কোনো অভিযোগ নেই।’