× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজ নিয়ে কটূক্তির অভিযোগে বক্তা হাফিজুর রহমানকে লিগ্যাল নোটিশ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৪:৩৯ পিএম

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী

হজ এবং হাজীদের নিয়ে কটূক্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে নারাণগঞ্জ ফতুল্লা থানার আদর্শ নগর জামিয়া তালীমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও ইসলামী বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীকে (কুয়াকাটা) লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এতে মিডিয়ার মাধ্যমে দেশের ‘ধর্মপ্রাণ মানুষের’ কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওই আইনজীবী।

ফেনী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. ফখরুদ্দীন হেলাল শনিবার এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে তিনি অভিযোগ করেন, ‘সম্প্রতি এক বক্তব্যে হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা) বলেছেন যে, “মক্কায় হাজী সাহেবেরা যখন যায় শুধু পাগলামি আর পাগলামি করে” অথচ আপনি নিজেও বলেছেন যে, “পাগলের শরীয়ত নাই;” তার মানে আপনি বুঝাতে চেয়েছেন যে, হজে গেলে হাজী সাহেবেরা পাগলামি করে এবং সেই অবস্থায় তাদের উপর শরীয়তের কোনো হুকুম থাকে না এবং হাজী সাহেবেরা সব পাগল। আপনি আপনার মনগড়া কোনো কাজকে জায়েজ করতে গিয়ে হজ এবং হাজী সাহেবদের নিয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা চরম বিতর্কিত এবং মূর্খতা সুলভ বক্তব্য। ইসলামের মৌলিক একটি ফরজ বিধান নিয়ে আপনি পাগলামি বলে যে বক্তব্য প্রদান করেছেন তা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। যা কোটি ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত করেছে।’

‘আপনি আরেক বক্তব্যে বলেছেন, দেওবন্দের এক আল্লাহর ওলীর কাছে বৃষ্টির জন্য দোয়া চাইতে গেলে তিনি বলেছেন, “আমি দোয়া করতে পারব না, আল্লাহর সাথে আমার বহুদিন ঝগড়া চলতেছে”, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আপনার মনগড়া বক্তব্য। মানুষের পক্ষে কি আল্লাহর সাথে ঝগড়া করা সম্ভব? নাউজুবিল্লাহ! এছাড়াও আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতার অনেক বক্তব্য মনগড়া, দলিলবিহীন, কিচ্ছা-কাহিনী নির্ভর। আপনার সেই সমস্ত বক্তব্য শুনে জ্ঞানী শ্রোতা আপনাকে নিয়ে হাসাহাসি করে এবং ইসলাম বিদ্বেষী মানুষ ওয়াজ-মাহফিল এবং ইসলাম নিয়ে কটাক্ষ করে।’

আইনজীবী ফখরুদ্দীন হেলাল নোটিশে আরও বলেন, ‘আপনার চমৎকার কণ্ঠ দিয়ে মানুষকে সুন্দরভাবে কুরআন সুন্নাহর দলিল দিয়ে দ্বীনের পথে আহবান করুন এবং হজ নিয়ে যে বিতর্কিত উপস্থাপন করেছেন তার জন্য মহান আল্লাহর কাছে তাওবা করুন এবং আপনার এই বক্তব্যে যে সমস্ত ধর্মপ্রাণ মানুষ কষ্ট পেয়েছে তাদের কাছে মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় আপনার বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।’

এ বিষয়ে এই আইনজীবী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নোটিশের জবাবের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা