× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালতের নির্দেশ ছাড়া বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ২১:৫৬ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ২২:০৭ পিএম

ভেঙে ফেলা দেয়াল। প্রবা ফটো

ভেঙে ফেলা দেয়াল। প্রবা ফটো

আদালতের নির্দেশ ছাড়া বসতবাড়ির দেওয়াল ভাঙার অভিযোগ এনে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আর নূরের বিরুদ্ধে মানববন্ধন করেছে এক সংখ্যালঘু পরিবার। শনিবার (২৫ মার্চ) দুপুরে বরগুনার পৌর সুপার মার্কেটের এটির আয়োজন করা হয়।

মানববন্ধনে নির্মল চন্দ্র রায় বলেন, ‘বরগুনা সদর উপজেলার ৩০নং বরগুনা মৌজায় এসএ ৯৯৫/১০৬৫/ ৯২৮/৩৭০ দাগের জমিতে পৈতৃকসূত্রে ঘরবাড়ি বানিয়ে বহু বছর আমরা সঠিকভাবে ভোগ-দখল করে আসছি। বুধবার (২২ মার্চ) সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর। তিনি আমাদের বাড়ির মধ্যে ঢুকে গেট ও দেয়াল ভাঙচুর করেন। এতে আমাদের ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

তার অভিযোগ, মোবাইল কোর্টের মাধ্যমে আমার স্ত্রী ও দুই নারীকে ধরে নিয়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর। তাদেরকে জরিমানা করে ভয়ভীতি দেখানো হয়।’

নির্মল চন্দ্র রায় বলেন, ‘আদালতের নির্দেশ ছাড়া মালিকানাধীন রেকর্ডিয় সম্পত্তিতে বাড়িঘরের দেয়াল ভাঙচুরের এখতিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেই। যা তিনি অন্যায় করেছেন। প্রশাসন আমাদের গুরুতর ক্ষতি করেছে।’

তার স্ত্রী সীমা রায় বলেন, ‘বুধবার দুপুরে হঠাৎ বাড়িতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ আসে। তারা আমাদের দেয়াল ভাঙচুর করে, গেট ভঙচুর করে। এ জমি আমার শশুরের। তাদেরকে বাধা দিলে আমিসহ আরও তিনজনকে ধরে নিয়ে যায়। পাঁচ ঘণ্টা থানায় আটকে রাখার পর ছেড়ে দেয়।’

জানতে চাইকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যা হয়েছে সম্পূর্ণ আইন অনুযায়ী হয়েছে। যাদের আটক করা হয়েছিল, তারা সরকারি কাজে বাধা দিয়েছিলেন। মুচলেকা দিয়ে তারা ছাড়া পান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা