× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিখেকোরা পাহাড়তলী বধ্যভূমি সংকুচিত করে ফেলেছে : চসিক মেয়র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৭:০০ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৭:১৪ পিএম

শনিবার চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রবা ফটো

শনিবার চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রবা ফটো

ভূমিখেকোরা দখল করতে করতে পাহাড়তলী বধ্যভূমিকে সংকুচিত করে ফেলেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই ষড়যন্ত্র মেনে নিব না। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে কাউন্সিলরদের নেতৃত্বে গণআন্দোলন গড়ে তুলব।’

শনিবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামের সবচেয়ে বড় পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষার্থে চট্টগ্রামের বধ্যভূমির সম্প্রসারণ করতে চাই। আমি প্রশাসন, নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করছি, যেন পাহাড়তলী বধ্যভূমিকে সম্প্রসারণ করতে পারি। এই বধ্যভূমিকে এমনভাবে ঢেলে সাজাতে চাই, জনগণ যেন এখানে এসে মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি করতে পারে।’

চট্টগ্রামের অন্য যেসব বধ্যভূমি বেদখল হয়ে আছে সেগুলোও উদ্ধার করে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন সিটি মেয়র।

স্বাধীনতাবিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, ‘এই বধ্যভূমিতে অসংখ্য নিরীহ বাঙালিকে হত্যা করেছিল স্বাধীনতা বিরোধীরা। সেই পাকিস্তান আজ দেউলিয়াত্বের পথে। আর বাংলাদেশ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল।’

১৯৭১ সালে স্বাধীনতার বিরোধীতারা বর্তমানে বধ্যভূমি দখলের সঙ্গে জড়িত মন্তব্য করে মেয়র রেজাউল বলেন, ‘তারা এখন বধ্যভূমি দখল করছে। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীতা করছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এই হায়েনাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। লড়তে হবে মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে টিকিয়ে রাখতে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, মো. জহুরুল আলম জসিম, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইসমাইল, আবুল হাসনাত মো. বেলাল, মো. আবদুস সালাম, পুলক খাস্তগীর, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা