× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক বাজারের তুলনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ২০:৩৫ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ২০:৪৪ পিএম

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রবা ফটো

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রবা ফটো

আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য এখনও নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যে দ্রব্যমূল্য বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ। আমাদের বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ। এ মাসে আবার দ্রব্যমূল্য বাড়তে পারে। তবে নতুন ধান ওঠা শুরু হলেই দ্রব্যের মূল্য কমবে।’

তিনি বলেন, ‘পুলিশ, ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণের পক্ষে নয় সরকার। কিন্তু কোথাও মজুদ করা হচ্ছে শুনলে, সেটি দেখার আছে। সরবরাহ ঠিক রেখে, সড়ক যানজট মুক্ত রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করা হচ্ছে।

সুনামগঞ্জ-জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়ক, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, নার্সি কলেজ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজের অগ্রগতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সুনামগঞ্জে কৃষি কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ হবে। ২০ সিটের প্লেন সুনামগঞ্জে নামবে এমন স্বপ্নও দেখছি আমি।’

সুনামগঞ্জ পর্যন্ত রেললাইন বর্ধিতকরণ নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ’রেললাইন কোন দিকে আসবে এই নিয়ে কেউ কেউ কথা উঠিয়েছেন। একটি বিষয় সবাইকে মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকৃতির প্রতি সংবেদনশীল থাকার নির্দেশনা দিয়েছেন। সেই বিবেচনায় এবং বেশি মানুষকে সংযুক্ত করতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাশ দিয়ে রেললাইন সুনামগঞ্জে আসার যুক্তি আছে। মহাসড়কের পাশ দিয়ে রেললাইন এলে জেলার অন্যান্য উপজেলার বাসিন্দারাও উপকৃত হবেন।’

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, সিভিল সার্জন ডা. আহমেদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা