× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নদী মেরে ফেললে কোনো প্রকল্পই জলাবদ্ধতার সমাধান করতে পারবে না’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৭:২৪ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৮:০০ পিএম

বুধবার পাঠানিয়াগোদা সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। প্রবা ফটো

বুধবার পাঠানিয়াগোদা সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। প্রবা ফটো

জলাবদ্ধতা সমস্যার সমাধানে চলমান প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি কণর্ফুলী নদী ও খাল বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, ‘নদী-খাল মেরে ফেললে কোনো প্রকল্পই জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে পারবে না।’

বুধবার (২২ মার্চ) চট্টগ্রাম মহানগরীর ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডস্থ পাঠানিয়াগোদা সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বাকলিয়া থেকে মোহরা-চান্দগাঁওসহ চট্টগ্রামের নিচু এলাকাগুলোর মানুষেরা জলাবদ্ধতা সমস্যায় কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করে চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতা সমস্যার সমাধান করছেন। তবে, অসচেতন আচরণের কারণে কর্ণফুলী নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। আবার অনেকে খালের পাড় জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করছেন। এভাবে নদী-খাল মেরে ফেললে কোনো প্রকল্পই জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে পারবে না।’

নদী দূষণ নিয়ে আক্ষেপ করে মেয়র বলেন, ‘একসময় কর্ণফুলী নদী, চাক্তাই খালসহ বিভিন্ন প্রাকৃতিক জলাধারে মাছ পাওয়া যেত। কিন্তু দখল-দূষণে এখন মাছতো দূরের কথা এগুলোর পানি মানুষের শরীরে লাগলে চর্মরোগ হচ্ছে। আমাদের খেলার মাঠগুলো বেদখল হয়ে যাচ্ছে। আমরাই সুন্দর চট্টগ্রাম হীনস্বার্থে বসবাসের অনুপযোগী করে ফেলছি। সরকার কাজ করছে তবে সরকারের কাজকে সাফল্যমণ্ডিত করতে হলে জনগণকেও এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘চান্দগাঁও এলাকাবাসী নিচু সড়কের কারণে কষ্ট পাচ্ছে জেনে এ প্রকল্পের মাধ্যমে সড়কে আধুনিকায়ন করছি। এ প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকায় জলাবদ্ধতা সমস্যা কমবে, মানুষ সহজে চলাচল করতে পারবে। এসময় নতুন সড়ক নির্মাণের পাশাপাশি চট্টগ্রামের সব কাঁচা সড়কেরও আধুনিকায়ন করা হবে।’

অনুষ্ঠানে চসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর মো. এসরারুল হক, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী মো. রিফাতুল করিম চৌধুরীসহ চসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা